এক ওভারে ছয় ছক্কা হাঁকালেন আমেরিকার মালহোত্রা
এতদিন পর্যন্ত ছিল তিনটি নাম। সবাই আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখ। ছয় ছক্কা হাঁকানো যে ক্রিকেটের বিশেষ কিছু, সেটা বোঝা যাবে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিন ক্রিকেটারের নাম এই তালিকায় দেখলে। হার্শেল গিবস, যুবরাজ সিং ও কাইরন পোলার্ডের ওই দলে এবার যোগ হয়েছেন আমেরিকার জাসকরণ মালহোত্রা।
পাপুয়া নিউ গিনির বিপক্ষে ওয়ানডে ম্যাচে বৃহস্পতিবার তিনি এই কীর্তি গড়েছেন। অবাক করা ব্যাপার হচ্ছে এর আগে খেলা ৬ ওয়ানডেতে তার সর্বোচ্চ রান ছিল ১৮। আজ সেই তিনিই নিজেদের ইনিংসের শেষ ওভারে পাপুয়া নিউগিনির বোলার গাউদি তোকাকে হাঁকিয়েছেন ছয় ছক্কা।
বিজ্ঞাপন
১০ ওভার শেষে জাসকরণ ক্রিজে আসেন যখন, তখন ২৯ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছে আমেরিকা। শেষ অবধি অপরাজিত থেকে ১৭৩ রান করেছেন তিনি। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর প্রথমবারের মতো আমেরিকার কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছেন।
তার এমন দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে আমেরিকাও। নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৭১ রান করেছে তারা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানটি এসেছে অ্যারন জোনসের ব্যাটে। ৩৩ বল খেলে ২২ রান করেছেন তিনি।
বিজ্ঞাপন
৩১ বছর বয়সী মালহোত্রা ভেঙেছেন ৫ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংসেরও। এর আগে এই রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবিডি ভিলিয়ার্সের। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৬ বলে ১৬২ রান করেছিলেন তিনি। ১৬ ছক্কা হাঁকানো মালহোত্রা আর একটি ছক্কার জন্য ভাঙতে পারেননি ইয়ন মরগানের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
— USA Cricket (@usacricket) September 9, 2021
এমএইচ