রোনালদোর মঞ্চ তৈরি, রাতেই নামছেন মাঠে
ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রত্যাবর্তনের পর থেকেই ভক্তদের মনে শুধু একটাই প্রশ্ন- কবে আবার রেড ডেভিলদের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি? অবশেষে শেষ হতে চলেছে রোনালদো ভক্তদের অপেক্ষার প্রহর। ম্যানইউ কোচ ওলে গানার সলশার অবশেষে নিশ্চিত করলেন নিউক্যাসেলের বিপক্ষে মূল স্কোয়াডে এই মহাতারকার অন্তর্ভুক্তির খবর।
শুক্রবার রাতেই নিজের ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থদের সাথে ‘হায়াত’ হোটেলে পৌঁছে গেছেন সিআর সেভেন। ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের ফের ম্যানইউ অভিষেক নিয়ে কিছুদিন ধরেই ভক্ত-সমর্থকদের অনেক আগ্রহ লক্ষ্য করা গেছে। যদিও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হোটেলের সামনে মাত্র ১০ থেকে ১৫ জন ভক্ত ছিলেন রোনালদোর অপেক্ষায়।
বিজ্ঞাপন
নিউক্যাসেলের বিপক্ষে মাঠে নামবেন এমনটা জানালেও রোনালদোর শুরুর একাদশে থাকা নিয়ে কিছু জানাননি কোচ। আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্যে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক বনে যাওয়া রোনালদো আছেন আত্মবিশ্বাসের তুঙ্গে। দারুণ ফর্মে থাকায় শুরুর একাদশে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে পর্তুগিজ সুপারস্টারের। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ।
ওল্ড ট্রাফোর্ড ছাড়ার পরও তাদের নজরে ছিলেন দাবি করে সলশার বলেন, ‘সে চলে যাওয়ার পর আমরা তার ক্যারিয়ারের গতিপথ পর্যালোচনা করেছি। সবাই খুবই আনন্দিত তাকে ফিরে পেয়ে। ও নিজেও খুশি ফিরে আসতে পেরে। জুভেন্টাসে ভালো একটি প্রাক মৌসুম কাটিয়েছে ও। পর্তুগালের হয়েও দুর্দান্ত খেলেছে। শনিবার একটি নির্দিষ্ট সময় সে নিশ্চিতভাবেই মাঠে থাকবে।‘
বিজ্ঞাপন
বিশ্বের অন্যতম সেরা এই তারকাকে দলে পেয়ে আনন্দ লুকাতে পারলেন না কোচ নিজেও। নরওয়েজিয়ান এই কোচ বলেন, ‘আমি এই মুহূর্তে খুবই খুশি কিন্তু আমি সবকিছু বলতে পারব না। আমরা সবাই জানি তার ক্যারিয়ারে সে কি অর্জন করেছে এবং সে এখানে এসেছে আরো অর্জন করতে।’
রোনালদোকে একজন সত্যিকারের স্ট্রাইকার মনে করা সলশার যোগ করেন, ‘রোনালদো আগামী কয়েক বছর তার সাধ্যমত খেলবে এবং প্রচুর গোল দিতে চাইবে। সেট প্লেতে সে একটি আতঙ্ক এবং ক্রস ধরতেও সে পটু। আমি চাই সে তার সেরাটা বের করে আনুক। সে সবসময়ই সেরা হতে চেয়েছিল এবং এখনো সেটাই চায়।’
রোনালদোর আগমনে এরই মধ্যে একাদশে সুযোগ পাওয়া নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে ম্যানইউ ফরোয়ার্ডদের মাঝে। কপাল পুড়তে পারে মেসন গ্রিনউড ও অ্যান্থোনি মার্শিয়ালের।
নিউক্যাসেলের বিপক্ষে ম্যানচেষ্টার ইউনাইটেড স্কোয়াড:
ডেভিড ডি গিয়া, টম হিটন, লি গ্রান্ট, অ্যারন ওয়ান-বিসাকা, দিয়াগো ডালট, রাফায়েল ভারান, হ্যারি ম্যাগুয়ার, ভিক্টর লিন্ডেলফ, এরিক বেইলি, লুক শ, নামাঞ্জা ম্যাটিচ, ড্যানি ভ্যান ডি বেক, পল পোগবা, জুয়ান মাতা, জেসি লিংগার্ড, ব্রুনো ফার্নান্দেস, অ্যান্থনি মার্শিয়াল, জর্ডান স্যাঞ্চো, মেসন গ্রিনউড, অ্যান্থনি এলাঙ্গা ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
এআইএ/এটি/টিআইএস