অবসরের ঘোষণা দিলেন বিপিএল কাঁপানো তারকা
২০১৩ বিপিএলে তিনি খেলেছিলেন চিটাগং কিংসের হয়ে। খেলেছিলেন একটি সেঞ্চুরি-ছোঁয়া ইনিংসও/ফাইল ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন ক্রিকেট বিশ্বের সকল তারকারা। ইউনিভার্স বস ক্রিস গেইল হতে শুরু করে মিস্টার ৩৬০ ডিগ্রি খ্যাত এবি ডি ভিলিয়ার্স, পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিসহ আরো অনেকে। তাদের মতো মিরপুরের হোম অফ ক্রিকেট মাতিয়েছেন নেদারল্যান্ডস অলরাউন্ডার রায়ান টেন ডোশে’ও। সেই টেন ডো ঘোষণা দিয়েছেন ২০২১ সালের শেষে সব ধরনের ক্রিকেট হতে অবসরে যাচ্ছেন তিনি।
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন ডোশে’। ঠিক তার পরই অবসরের ঘোষণা দিলেন ৪১বছর বয়সী এই অল রাউন্ডার। ক্রিকেট দুনিয়ার প্রায় সব ফ্রাঞ্চাইজি লিগেই খেলে বেড়িয়েছেন এই ডাচ তারকা।
বিজ্ঞাপন
নেদারল্যান্ডসের হয়ে এখন পর্যন্ত ৩৩টি একদিনের ম্যাচ খেলেছেন ডোশে’। যেখানে ৬৭ গড়ে তার সংগ্রহ ১ হাজার ৫৪১ রান। ৫ সেঞ্চুরির পাশাপাশি আছে ৯ ফিফটি। সব থেকে বড় কথা, ওয়ানডেতে হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে এত বেশি গড় আর কারও নেই। বল হাতেও কম যাননি ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। নিয়েছেন ৫৫ উইকেট।
বিপিএলে ডোশে’র অভিষেক হয় চট্টগ্রাম কিংসের হয়ে। বিপিএলে এখন পর্যন্ত ৪টি দলের হয়ে বাংলাদেশের মাঠ মাতিয়েছেন এই ডাচ অলরাউন্ডার। ২০১৯ সালে সর্বশেষ রাজশাহী কিংসের হয়ে বিপিএলে খেলেছিলেন ৪১ বছর বয়সী এই নেদারল্যান্ডস।
বিজ্ঞাপন
কাউন্টির দল এসেক্সের হয়েও আছে তার ঈর্ষণীয় পারফরম্যান্স। ১৭ হাজারের বেশি রানের পাশাপাশি নিয়েছেন ৩৪৮ উইকেট। ২০৩টি প্রথম শ্রেণির ম্যাচে ২৯ সেঞ্চুরিতে ১১ হাজারের ওপর রান এবং ২১৪ উইকেট নিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সাবেক এই তারকা ক্রিকেটার।
কাউন্টি ক্রিকেটে দীর্ঘ ১৬ বছর কাটিয়েছেন টেন ডো। সেই সাথে খেলেছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আইপিএল শিরোপা জয়ী কেকেআরের দু’বারই সদস্য ছিলেন এই অলরাউন্ডার।
এমএফ/এনইউ/এটি