দলের বিশেষ জার্সি পরে কোহলি/রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, করোনা যোদ্ধাদের প্রতি বিশেষ সম্মান দেখাতে আগামীকাল ২০ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে বিশেষ জার্সি পরে। শনিবার সেই জার্সি প্রদর্শন করে বেঙ্গালুরু কর্তৃপক্ষ। এবার তারা জানিয়েছে, সেই জার্সি উঠবে নিলামে। প্রাপ্ত অর্থ থেকে উঠে আসবে বিনামূল্যে টিকা দেওয়ার অর্থ। 

বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিই এই ঘোষণা দিয়েছেন। বেঙ্গালুরুর পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেছেন, ‘ভিন্ন ধরনের এক নীল জার্সি পরে খেলব আমরা। এটি একটি বার্তা নিয়ে আসবে সবার কাছে। আর বেঙ্গালুরু দলের জন্যও এটা একটা মাইলফলক। কারণ ভারতের টিকা দেওয়ার হার এগিয়ে নিয়ে যেতে এই জার্সিগুলিকে নিলামে তোলা হবে।’

কোহলিদের বিশেষ এই জার্সিতে স্বাস্থ্য সংক্রান্ত বার্তাও লেখা থাকবে। গেল এপ্রিলেই এই জার্সি পরে মাঠে নামার পরিকল্পনা করেছিল বেঙ্গালুরু দল। তবে তার আগেই করোনার কারণে আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় তা শেষমেশ আলোর মুখ দেখেনি।

চলতি আসরটা ভালোভাবেই শুরু করেছে কোহলির দল। আইপিএলের বাকি পর্বেও এই ফর্মটা ধরে রাখতে মরিয়া বেঙ্গালুরু অধিনায়ক। বললেন, ‘আইপিএল ২০২১-এর শুরুটা আমাদের খুবই ভাল হয়েছিল। আমরা যে নির্দিষ্ট ধরনের ক্রিকেট খেলতে পারি সেটা প্রথম পর্বেই আমরা বুঝিয়ে দিয়েছি। দুর্দান্ত খেলছি, ও ধারাবাহিকতাও ধরে রাখছি আমরা। প্রত্যেক ক্রিকেটারই কোনো না কোনো সময় দলের প্রয়োজনে হাল ধরেছে।’

এনইউ