ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হাবিব ও লিসা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ক্রীড়া উৎসবে আজ শনিবার ছিল ব্যডমিন্টন ডিসিপ্লিন। পুরষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন একাত্তর টিভির হাবিব রহমান, রানার আপ আমার দিনের আরাফাত দাড়িয়া ও তৃতীয় হয়েছেন বিডিনিউজ ২৪ ডটকমের কামাল হোসেন তালুকদার। নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন ভয়েজ অব এশিয়ার মাকসুদা লিসা, রানার আপ একাত্তর টিভির নাদিয়া শারমিন ও তৃতীয় হয়েছেন নাগরিক টিভির শাহনাজ শারমীন।
আজ শনিবার সকালে শহীদ তাজউদ্দীন আহমেদ উডেনফ্লোর জিমনেসিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাবেক কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম মিঠুসহ ক্রীড়া উপ কমিটির সদস্য শাহনাজ পারভীন এলিস, রকিবুল ইসলাম মানিক ও সাঈদ শিপন । খেলা পরিচালনায় ছিলেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এবং ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) লেভেল-২ সার্টিফাইড কোচ এনায়েত উল্লাহ খান।
বিজ্ঞাপন
গত ২২ আগস্ট দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এবারের ইনডোর গেমস। ইতোমধ্যে কল ব্রীজ, অকশন ব্রীজ, ক্যারম একক (পুরুষ ও নারী), ক্যারম দ্বৈত, নারী সদস্যদের লুডু, ১০০ মিটার স্প্রিন্ট ও ম্যারাথন (পুরুষ ও নারী), দৌড়, টেবিল টেনিস, আরচ্যারি, সদস্য স্ত্রীদের মার্বেল দৌড়, সদস্য সন্তানদের ১০০ ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা শেষ হয়েছে।
এজেড/এটি
বিজ্ঞাপন