নিউজিল্যান্ড পাকিস্তানেও গিয়েও বাতিল করেছিল সিরিজ। নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরেছিল তারা। এরপর থেকেই বোঝা যাচ্ছিল, বেশ বড় বিপাকেই পড়তে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। সোমবার আগামী অক্টোবরের নারী ও পুরুষ দলের সফর বাতিল করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও। 

এ নিয়ে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্ষোভ ঝেড়েছেন তিনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের সঙ্গে ভাতৃত্ব রক্ষা করতে পারেনি বলেও দাবি রমিজের। 

তিনি বলেন, ‘ইংল্যান্ডের সিদ্ধান্ত নিয়ে হতাশ। তারা তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এবং যখন সবচেয়ে বেশি দরকার তখন ভাতৃত্ব রক্ষা করতে পারেনি। আমরা টিকে থাকব, ইন শা আল্লাহ।’

অনেক বছর ধরেই পাকিস্তানে পুরো দমে ক্রিকেট ফেরাতে মরিয়া দেশটির ক্রিকেট সংশ্লিষ্টরা। ওই চেষ্টায় বড় ধাক্কা হয়েই এসেছে দুই দেশের সফর বাতিল। তবে রমিজ এটিকে মনে করছেন ‘জেগে ওঠার বার্তা’। 

তিনি লিখেছেন, ‘এটা পাকিস্তান দলের জন্য জেগে ওঠার বার্তা। তাদের বিশ্বসেরা দল হয়ে ওঠতে হবে যেন কোনো রকম অযুহাত ছাড়াই সবাই লাইন ধরে আমাদের সঙ্গে খেলতে চায়।’

এমএইচ