বিজয়ী নাজমুল হাসান পাপনকে শুভেচ্ছা জানাচ্ছেন পরিচালকরা

প্রতীক্ষার পর্ব শেষ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে জানা গেছে আগামী ৪ বছর বিসিবির দায়িত্ব সামলাবেন কারা। চূড়ান্ত হয়েছে ২৩ জন পরিচালক। যেখানে নাজমুল হাসান পাপনসহ পুরোনো ১৭ জন আবার নির্বাচিত হয়েছে। এবারের পরিচালনা পর্ষদে নতুন মুখ ৬ জন। নির্বাচিত হয়ে পাপন জানালেন, সবাইকে নিয়ে কাজ করতে চান। যেখানে নতুনদের নিয়ে পথচলা শুরু করতে চান পাপন।

নির্বাচন শেষে মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বললেন, ‘আগে যে বোর্ড ছিল সেখানে কাউকে নিয়ে কাজ করতে আমার সমস্যা হয় নাই। এবারও যারা আসবে তাদের নিয়ে কাজ করতে সমস্যা হওয়ার কোন কারণ নেই। প্যানেল না দেয়ার কারণটাই হল এটা। প্যানেল যদি থাকত তাহলে বাইরে থেকে কেউ আসলে বলতাম যে তার সঙ্গে সমস্যা হবে কিনা। এখন তো সেটা না, যে জিতবে সেটাই প্যানেল।’

এবার নির্বাচনে নতুন মুখ ওবেদ নিজাম, সালাহ উদ্দিন চৌধুরী, ফাহিম সিনহা, ইফতেখার রহমান, মনজুর আলম ও তানভীর আহমেদ টিটু। পাপন মনে করে এবার তুলনামূলক নতুন মুখ কম এসেছে। আগামী নির্বাচনে আরও অনেকেই নির্বাচক করতে আগ্রহী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পাপন বলেন, ‘আসলে আমি ক্রিকেট বোর্ডে এর আগে (প্রতিযোগিতামূলক ভোট) দেখি নাই। গত দু’বার নির্বাচন হয়নি, আজকে দেখলাম মোটামুটি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ছিল এটাতে কোন সন্দেহ নেই, শান্তিপূর্ণ ছিল। মানুষ ভোট দিয়েছে এটাই হলো বড় কথা। তবে বেশি খুশি হতাম যদি আরো অনেক অংশগ্রহণ থাকতো, আরো অনেক ভালো ভালো ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত লোক আছে।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘যাদেরকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারাও ক্রিকেটে অনেক অবদান রাখতে পারত এরকম অনেকেই আসে নাই (নির্বাচনে) আসতে পারত কিন্তু আসে নাই। এটা আমার মনে হয়। হতে পারে এটা প্রথম নির্বাচন বলে তারা একটু সন্দিহান ছিল কিন্তু সামনের নির্বাচনে তারা সকলেই অংশগ্রহণ করবে, আরো বেশি বেশি অংশগ্রহণ করবে এটাই আমি চাই।’

এবার ১২৭ ভোটারের মধ্যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১৪ জন কাউন্সিলর। পাপন বললেন, যে ধারণা করেছিলেন তিনি তার চেয়ে অধিক ভোট পড়েছে। এতো ভোট সাধারণত কোন নির্বাচনে দেখা যায় না বলেও জানালেন তিনি।

পাপনের জবাব, ‘আমরা যে ধারণা করেছিলাম তার চেয়ে অনেক বেশি। কোথাও কোথাও ৯৯ ভাগ, মানে সবাই ভোট দিতে এসেছে। এই যে ভোট কাস্ট হয়েছে এটাই সবচেয়ে বড় কথা। সাধারণত নির্বাচনে দেখি যে অনেকে ভোট দিতে আসে না, তাদের মতামত আমরা পাই না। এই নির্বাচনে অলমোস্ট সব ভোট কাস্ট হয়েছে।’

টিআইএস/এনইউ