আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে বড় রদবদল এনেছে পাকিস্তান। এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল তারা। সেখানে তিনটি বদল আনার কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। 

এর মধ্যে আছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও। ৩৪ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে প্রথমে দলে রাখেনি পাকিস্তান। শুক্রবার তাকে ১৫ জনের দলে নেওয়া হয়েছে। 

এছাড়াও নেওয়া হয়েছে হায়দার আলী ও আগে ট্রাভলিং রিজার্ভ হিসেবে থাকা ফাখার জামান জায়গা পেয়েছেন মূল স্কোয়াডে। ১৫ জনের দল থেকে বাদ পড়েছেন খুশদিল শাহ, আজম খান ও মোহম্মদ হাসনাইন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই রদবদল নিয়ে বলা হয়েছে, ‘ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে এবং দলের সঙ্গে কথা বলে ফাখর জামান, হায়দার আলি এবং সরফরাজ আহমেদকে ১৫ জনের দলে নেওয়া হলো।’ 

প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘আজম খান, খুশদিল শাহ ও হাসনাইনের জন্য এটি নিশ্চয়ই অনেক কঠিন হবে। কিন্তু ক্যারিয়ারে তাদের আরও অনেক কিছু দেওয়ার আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরও অনেক খেলা আছে, তারা আমাদের পরিকল্পনায় আছে।’

ভারতের বিরুদ্ধে ২৪ অক্টোবর মাঠে নামবে পাকিস্তান। ওই ম্যাচ দিয়েই শুরু হবে তাদের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। 

এমএইচ/এটি