বাংলাদেশিদের ‘ভাই’ ডেকে শ্রদ্ধা জানালেন আলী আশফাক
মাঠে তিনি বাংলাদেশের ‘শত্রু’। সাফ চ্যাম্পিয়নশিপে গত বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের সব আশা শেষ করে দেওয়া দ্বিতীয় গোলটা এসেছিল তার পা থেকেই। সেই আলী আশফাকই এবার ‘ভাই’ বলে ডাকলেন বাংলাদেশিদের, জানালেন ধন্যবাদও।
যে কারণে ধন্যবাদ জানিয়েছেন, সে ঘটনাটা ঘটেছে গেল বৃহস্পতিবার মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে। বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের টিকিট বাংলাদেশিরা পেয়েছিলেন অনেক কাঠখড় পুড়িয়ে। স্থানীয় বাসিন্দাদের ভিড়ে বাংলাদেশিদের জন্য টিকিট হয়ে গিয়েছিল সোনার হরিণ। পাঁচ হাজারের মধ্যে মাত্র শতখানেক টিকিটই বরাদ্দ ছিল বাংলাদেশের জন্য। এ নিয়ে প্রবাসীদের হতাশারও অন্ত ছিল না সেদিন, তার আগের দিন।
বিজ্ঞাপন
তবে টিকিট পেয়েও স্বস্তি ছিল না দর্শকদের। বাংলাদেশিদের ঢুকতে দেওয়া হচ্ছিল না মাঠে, এমন অভিযোগ ভেসে আসছিল বেশ। ফলে খেলা দেখাই পড়ে গিয়েছিল শঙ্কায়। সেসব পেরিয়ে বাংলাদেশি কিছু সমর্থক অবশেষে ঢুকতে পারেন গ্যালারিতে। গিয়েই জন্ম দিলেন অনন্য এক নজিরের। দুই সমর্থকের হাতে ছিল প্ল্যাকার্ড। যেখানে কথাগুলো ছিল বাংলাদেশ মালদ্বীপের মধ্যকার সম্প্রীতির। ইংরেজিতে লেখা ছিল, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু আমি মালদ্বীপকেও সম্মান করি।’
এমন প্ল্যাকার্ড তুলে ধরে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। আর সেটাই চোখে পড়েছে মালদ্বীপ কিংবদন্তি আলী আশফাকের। প্রশংসিত সেই ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। সেখানেই বাংলাদেশিদের ‘ভাই’ ডেকে লিখেছেন, ‘আমাদের বাংলাদেশি ভাইয়েরা, আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। #সম্মান’ এরপর বাংলা ভাষাতেও লিখেছেন, ‘ধন্যবাদ ভাই’।
বিজ্ঞাপন
আলী আশফাকের মুখে বাংলাদেশের প্রশংসা অবশ্য নতুন কিছু নয় মোটেও। জামালদের বিপক্ষে সাফের সর্বশেষ ম্যাচে ২-০ গোলে জিতেও ভূয়সী প্রশংসায় ভাসিয়েছিলেন প্রতিপক্ষকে।
তবে মাঠের ফুটবলে যে এর ছাপ পড়বে না, কোনো সুযোগ দিতে চাইবেন না জামালদের, সেটা বলাই বাহুল্য। নেপালের কাছে হারের ফলে তাদের ফাইনালে ওঠা নিয়েই আছে প্রশ্ন। সে প্রশ্ন দূর করতেই আগামীকাল রোববার বিকেলে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন আলী আশফাকরা। নিজেদের শেষ ম্যাচে এরপর স্বাগতিকরা খেলবে সুনীল ছেত্রীর ভারতের বিপক্ষে।
এনইউ/এটি