নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ আজ মাঠে নেমেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। তবে পরিস্থিতি মোটেও অনুকূলে নেই লাল সবুজের প্রতিনিধিদের। শুরুতে বোলিং করে বড় রানের পাহাড়ে চাপা পড়েছে দল। ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও আশাজাগানিয়া হয়নি লিটন দাসের দলের। ইনিংসের প্রথম দুই ওভারেই হারিয়ে ফেলেছে দুই ওপেনারকে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচটা খেলেছিল রাতে। সূচি অনুসারে এ ম্যাচটাও হওয়ার কথা এ সময়েই। কিন্তু সে সময় বাংলাদেশ দলের ওমানগামী ফ্লাইট পড়ে যাওয়ায় কড়া রোদেই আজ বাংলাদেশকে খেলতে হচ্ছে। 

এরপর ম্যাচেও বেশ ধুঁকেছে দল। টসে হেরে ফিল্ডিংয়ে নামেন লিটনরা। শুরুতেই আইরিশ ব্যাটারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ দল। পাওয়ার প্লেতে দুই উইকেট হারালেও তুলে ফেলে ৫৭ রান। দুই ওপেনার পল স্টার্লিং আর অ্যান্ড্রু বালবার্নির দারুণ সূচনার ওপর ভর করে এরপর গ্যারেথ ডেলানি খেলেন ৫০ বলে ৮৮ রানের দারুণ এক ইনিংস। সঙ্গে হ্যারি টেক্টরের ক্যামিওতে ১৭৭ রানে ইনিংস শেষ করে আয়ারল্যান্ড। নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান আর শরীফুল ইসলামের ওপর দিয়ে গেছে তোপটা। তিনজনই রান দিয়েছেন ওভারপ্রতি দশের বেশি করে। তাসকিন আহমেদ ২৬ রানের বিনিময়ে শিকার করেন ২ উইকেট।

জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে বেশ বিবর্ণ। দ্বিতীয় ওভারেই দুই ওপেনারের উইকেট হারায় লাল সবুজের প্রতিনিধিরা। এরপরের ওভারে মুশফিকও বিদায় নেন ৪ বলে ৪ রান করে। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত দল ৩ উইকেট হারিয়ে পাওয়ারপ্লেতে তুলেছে মাত্র ৩৬ রান। 

এনইউ