পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই টুর্নামেন্টে অন্যতম ফেবারিট দল ভারত। তবে শুরুতেই বিশ্বকাপ জেতার কথা চিন্তা না করার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। 

আগামী ২৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। ‘মাই ইলেভেন সারকেল’ নামে একটি ফ্যান্টাসি গেমের উদ্বোধনে গিয়েছিলেন সৌরভ। সেখানেই জানিয়েছেন, বিশ্বকাপ জিততে কী করতে হবে ভারতকে।

প্রক্রিয়াটা ঠিক রাখার পরামর্শ দিয়ে সৌরভ বলেছেন, ‘আপনি সহজেই চ্যাম্পিয়ন হতে পারবেন না। একটা টুর্নামেন্টে পা দিয়েই চ্যাম্পিয়ন হওয়া যায় না। সবাইকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। ভারতকে কিছুটা ম্যাচিউরিটি দরকার হবে শিরোপা জিততে।’

তিনি আরও বলেন, ‘ফাইনাল শেষ হওয়ার পরই কেবল বিশ্বকাপ জেতা যাবে। তাই আপনাকে এর আগে অনেক ক্রিকেট খেলতে হবে। আমার মনে হয় ভারতের প্রতিটি ম্যাচ জেতার দিকে নজর দেওয়া উচিত। শুরুতেই শিরোপা জেতার চিন্তা আনার দরকার নেই।’

ভারতের বিশ্বকাপ জেতার সক্ষমতা আছে বলে মনে করেন সৌরভ গাঙ্গুলি, ‘ভারতের মেধা আছে। তাদের রান করা ও উইকেট নেওয়ার মতো সক্ষমতা আছে এই পর্যায়ে। তাদের শুধু মানসিকভাবে ভালো অবস্থায় থাকতে হবে বিশ্বকাপ জেতার জন্য।’

এমএইচ