টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে যেন বাংলাদেশের জন্য বড় এক বাধারই নাম। স্কটল্যান্ড ম্যাচ শেষেও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছিলেন, পাওয়ার প্লেতে ব্যাটিংটা যুতসই হয়নি দলের। সে সমস্যা থেকে আজও বেরোতে পারল কই?

ছয় ওভার শেষে বাংলাদেশ ৫ গড়েও রান তুলতে পারেনি। এ সময় হারিয়েছে দুই উইকেট। স্কোরবোর্ডে রান জমা পড়েছে কেবল ২৯। 

সমস্যাটা অবশ্য বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। আগের ম্যাচে ছয় ওভার শেষে দল তুলেছিল মাত্র ২৫, উইকেট অবশ্য আজকের মতোই হারিয়েছে দুটো।পরিধিটা বাড়ানো হলে, শেষ ১১ ম্যাচে মোটে তিন বার পাওয়ার প্লেতে ওভারপ্রতি ৬ রান কিংবা তারও বেশি রান তুলতে পেরেছে বাংলাদেশ। 

টি-টোয়েন্টিতে ওভারপ্রতি ছয় রান মোটেও ফরম্যাটের প্রয়োজন মেটানোর মতো কিছু নয়, কিন্তু সেটাই বাংলাদেশ করতে পেরেছে কোথায়! সে বৃত্ত থেকে বেরোবার প্রত্যয় অধিনায়কের কণ্ঠে ঝরে পড়ে বারবারই। আজ অন্তত সে বৃত্ত থেকে বেরোনো হলো না লাল সবুজের প্রতিনিধিদের।

এনইউ