শেষদিনে জিততে মুমিনুল-রাব্বিদের চাই ৬২ রান
চলতি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে চট্টগ্রামে মুখোমুখি হয়েছে স্বাগতিক চট্টগ্রাম বিভাগ ও রাজশাহী বিভাগ। এ ম্যাচে ব্যাটে-বলে দাপট চট্টগ্রামের। ইয়াসির আলীর রাব্বির সেঞ্চুরি সঙ্গে দুই ইনিংস মিলিয়ে স্পিনার নাঈম হাসানের ৮ উইকেটে জয়ের দ্বারপ্রান্তে অধিনায়ক মুমিনুল হকের দল। চারদিনের ম্যাচের শেষদিনে জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন মাত্র ৬২ রান। রাজশাহী বিভাগের প্রয়োজন ৮ উইকেট।
ম্যাচের প্রথম ইনিংসে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৬৬ রান তোলে রাজশাহী বিভাগ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তৌহিদ হৃদয়। এই ইনিংসে মাত্র ৪২ রান দিয়ে ৪ উইকেট নেন নাঈম হাসান। পরে ব্যাট করতে নেমে ইয়ারির আলীর সেঞ্চুরি (১২৯) ও মুমিনুল হক এবং ইরফান শুক্কুরের ফিফটিতে ৩৪৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস। এতে প্রথম ইনিংস শেষে ১৮৩ রানের লিড পায় চট্টগ্রাম বিভাগ।
বিজ্ঞাপন
গতকাল (সোমবার) ম্যাচের দ্বিতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে রাজশাহী বিভাগ। ব্যাট হাতে ব্যর্থ টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। দিন শেষে ৩ উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৭৯ রান। আজ (মঙ্গলবার) জহুরুল ইসলাম ২১ রান আর তৌহিদ হৃদয় ২৬ রান নিয়ে ম্যাচের তৃতীয় দিন শুরু করেন। দুজনেই পেয়েছেন ফিফটির স্বাদ। জহুরুল আউট হন ৫৩ রান করে। আগের ইনিংসের সমান এই ইনিংসেও ৬৮ রান আসে তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে।
পরে ফরহাদ রেজার ৪০ ও সানজামুল ইসলামের ৩৯ রানের সুবাদে ২৫৯ রানে থামে রাজশাহীর ইনিংস। আগের ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও সমান ৪ উইকেট পান নাঈম হাসান। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট তার।
বিজ্ঞাপন
৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তাসামুল হক ও ইরফান শুক্কুরের উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম বিভাগ। সাদিকুর ও নাঈম হাসান সমান ৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেন। তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ ১৫ রান। জয়ের জন্য শেষদিনে তাদের প্রয়োজন ৬২ রান, হাতে ৮ উইকেট।
টিআইএস/এনইউ