সাবেক অজি ওপেনার মাইকেল স্ল্যাটার এবার পড়লেন পুলিশি ঝামেলায়। পারিবারিক সহিংসতার জেরে তাকে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, গেল সপ্তাহে ঘটে যাওয়া পারিবারিক সহিংসতার ঘটনায় সম্পৃক্ততা ছিল তার।

স্ল্যাটারের ম্যানেজার শন অ্যান্ডারসন এই ঘটনা নিয়ে অবশ্য এখনো কোনো মন্তব্য করেননি। নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানায়, অভিযোগটা আগেই দায়ের করা হয়েছিল। এরপর তদন্ত চলেছে দিনকয়েক। এরপর গোয়েন্দারা নিউ সাউথ ওয়েলসের ম্যানলি থেকে ৫১ বছর স্ল্যাটারকে জিজ্ঞাসাবাদ করেন, এরপরই তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি ম্যানলি পুলিশ স্টেশনে পুলিশি হেফাজতে আছেন।

তবে সেই বিবৃতিতে অবশ্য স্ল্যাটারের নাম উল্লেখ করা ছিল না। বিভিন্ন সূত্র ধরে অজি সংবাদ মাধ্যম জানাচ্ছে, সেই ব্যক্তি স্ল্যাটারই ছিলেন। 

অজি ওপেনার স্ল্যাটার ১৯৯৩-২০০১ সালে অজি দলের হয়ে খেলেছেন। এ সময় ৭৪টি টেস্টে এবং ৪২টি ওয়ানডে ম্যাচে খেলেছেন। ২০০১ সালে ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানেন স্ল্যাটার। এরপর থেকে তিনি বিভিন্ন চ্যানেলে ধারাভাষ্যের সঙ্গে যুক্ত ছিলেন।

তবে চলতি বছর এটাই স্ল্যাটারের প্রথম আলোচনায় উঠে আসা নয়। এর আগেও সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। গেল মে মাসে করোনার কারণে আইপিএল স্থগিত হয়ে যায়। তবে ভারত থেকে ফেরত যাওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরকে তাদের দেশে প্রবেশের অনুমতি দিচ্ছিল না অজি সরকার। সে নিয়েই অজি সরকারকে এক হাত নিয়েছিলেন স্ল্যাটার। অজি প্রধানমন্ত্রীকেও ছাড় দেননি তিনি। লিখেছিলেন, ‘তার হার রক্তে রাঙা’। যার জেরে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড গেল মাসে সব ধরনের ধারাভাষ্য থেকে তার নাম সরিয়ে দেয়।

এনইউ