দলে এক ঝাঁক তারকা। সঙ্গে বর্তমান চ্যাম্পিয়নের তকমা। ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে এই বিশ্বকাপেও তাই বাড়তি প্রত্যাশা সবার। কিন্তু প্রথম ম্যাচেই রীতিমতো হতাশ করেছেন কায়রন পোলার্ডরা। ইংল্যান্ডের বিপক্ষে অলআউট হয়ে গেছে মাত্র ৫৫ রানে। 

ক্রিস গেইল-আন্দ্রে রাসেলসহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতানো ক্রিকেটারদের নিয়ে সাজানো ব্যাটিংয়ের কেন এই অবস্থা? এর ব্যাখাই বা দেওয়া যায় কীভাবে? সেটি দিতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ডও। তিনি বলছেন, এভাবে অলআউট হওয়ার কোনো ব্যাখ্যা নেই তার কাছে।

তিনি বলেন, ‘এটা শব্দে ব্যাখ্যা করার জায়গা নেই। ৫৫ রানে অলআউট হয়ে যাওয়া অগ্রহণযোগ্য। আমরা এটা গ্রহণ করছি, দায়িত্বও নিচ্ছি। এই ধরনের খেলা আমাদের ভুলে গিয়ে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় না এটা কোনো অস্বস্তি তৈরি করবে।’

এমন ব্যাটিংয়ের পরও নিজেদের সেরা একাদশটাই খেলেছে বলে মনে করেন পোলার্ড, ‘আমরা মনে করেছি এটাই আমাদের সেরা একাদশ প্রথম ম্যাচটা জেতার জন্য। আমরা ৫০ এর কাছাকাছি রানে অলআউট হয়ে গেছি কিন্তু এটা একদম সবকিছু বদলে দেয় না।আমাদের কেবল এটা ভুলে যেতে হবে এবং আরও শক্তিশালীভাবে ফিরে আসতে হবে।’

পরিকল্পনা থাকলেও সেটার সঠিক বাস্তবায়ন করতে পারেননি বলেই মনে করেন পোলার্ড, ‘আমরা দ্রুতই কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছিলাম আর আশা করেছিলাম কয়েকটা ওভার খেলবে কয়েকজন। দেখবে আমরা শেষদিকে কিছু করতে পারি নাকি। কিন্তু আমরা ক্রমাগত উইকেট হারিয়েছি। আমাদের এই ম্যাচের জন্য একটা পরিকল্পনা ছিল, কিন্তু সেটি কাজে লাগাতে পারিনি।’

এমএইচ