শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সুপার টুয়েলভ পর্বে ইংল্যান্ডের বিপক্ষেও হার বাংলাদেশ দলের। দুই ম্যাচে টানা দুই হার। এতে শঙ্কায় পড়েছে সেমিফাইনালে খেলা। সেমিফাইনালের আশা একপাশে রাখলেও বাংলাদেশ দলের পারফরম্যান্স হতাশ করার মতো। কোনোরকম প্রতিরোধই গড়তে পারছে না টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারের পর স্পিনার নাসুম আহমেদের সহজ স্বীকারোক্তি, ‘আমাদের দ্বারা হচ্ছে না।’

সংবাদ সম্মেলনে নাসুম বললেন, ‘পারছি না এটা না, আমাদের দ্বারা হচ্ছে না। হয়ত আমরা যে জিনিস পরিকল্পনা করছি সেটি ভালোভাবে এক্সিকিউট করতে পারছি না।’

মূলত ব্যাটসম্যানদের দৈন্যদশা ম্যাচ থেকে ছিটকে দিচ্ছে টাইগারদের। পাওয়ার-প্লের ৬ ওভারের সুবিধা কাজে লাগাতে পারছেন না ব্যাটসম্যানরা। দুই ওপেনারের ব্যাটে নেই ধারাবাহিকতা। তার মাশুল দিতে হচ্ছে গোটা দলকে। শুরুর ৬ ওভারে রান না তুলতে পারার আক্ষেপ ঝরল নাসুমের কণ্ঠে।

নাসুম বলেন, ‘এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়। অবশ্যই কথা বলি। যেহেতু হচ্ছে না, প্রথম ৬ ওভারে রান তুলতে পারছি না। এজন্য আমরা একটু ব্যাকফুটে চলে যাচ্ছি। রানও তুলতে পারছি না, উইকেটও চলে যাচ্ছে। সবার মধ্যে ভালো কিছু করার চেষ্টা আছে। হচ্ছে না আসলে।’

সঙ্গে যোগ করেন নাসুম, ‘আরও তিনটা ম্যাচ আছে, একটা ম্যাচ ক্লিক করলে বাকি দুটি ম্যাচও ক্লিক করতে পারব। একটা ম্যাচ জিতলে পরের ম্যাচে আত্মবিশ্বাস পাওয়া যায়। বাংলাদেশে যে ম্যাচগুলো জিতেছিলাম, আত্মবিশ্বাস ভালো ছিল। ওমানে প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচে ভালো ক্রিকেট খেলে সুপার টুয়েলভে এসেছি। সবার তো চেষ্টা থাকে ভালো কিছু করার, হচ্ছে না এটা আমাদের দুর্ভাগ্য।’

টিআইএস/এনইউ/জেএস