বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের পদকের লড়াইয়ে দ্বিতীয় দিনে আরো একটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। আজ বিকেলে মহিলাদের ব্যক্তিগত ভোল্টিং টেবিল ইভেন্টে ১২.৪২ স্কোর গড়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন বনফুলি চাকমা। এ ইভেন্টে উজবেকিস্তানের মিরোশনিচেঙ্কো আনাস্তাসিয়া (১২.৮৮) স্বর্ণ এবং একই দেশের জুমাবোকোভা গুলনাজ (১২.৮১) রৌপ্য  পেয়েছেন।

বাংলাদেশের ব্রোঞ্জ জয়ের দিনে আরো স্বর্ণ জিতেছে উজবেকিস্তান। নারীদের আনইভেন বারসের স্বর্ণ পেয়েছেন উজবেকিস্তানের আরিপোভা দিলদোরা (১২.১৬)। এ ইভেন্টে একই দলের আনাস্তাসিয়া (১০.১৩) রৌপ্য এবং ভারতের কারিশমা (৯.২০) ব্রোঞ্জ পদক লাভ করেন।

মহিলাদের ব্যালেন্স বিমে স্বর্ণ জিতেছেন উজবেকিস্তানের আরিপোভা দিলদোরা (১২.১৩), এটি তার ব্যক্তিগত দ্বিতীয় স্বর্ণ। একই দলের খালিলোভা আমিনাখন রৌপ্য (১১.১৬) এবং ভারতের সৌম্যশ্রী দাস (১০.৪০) ব্রোঞ্জ পদক লাভ করেন।

মহিলাদের ফ্লোর এক্সারসাইজের স্বর্ণও পেয়েছে উজবেকিস্তানের প্রতিযোগিরা। ভোল্টিং টেবিলে স্বর্ণজয়ী মিরোশনিচেঙ্কো আনাস্তাসিয়া ১২.৬৬ স্কোর গড়ে স্বর্ণ জেতেন। একই দলের খালিলোভা আমিনাখন রৌপ্য (১২.৫০) এবং ভারতের কারিশমা (১১.১৬) ব্রোঞ্জ পদক লাভ করেন। এটি কারিশমার দ্বিতীয় ব্রোঞ্জ পদক।

প্রথম সেশনে পুরুষ (সিনিয়র) বিভাগের অল অ্যারউন্ড ইভেন্টে দলগত এবং ব্যক্তিগত স্বর্ণ পেয়েছে উজবেকিস্তান। দলগত ইভেন্টে ২২৯.৬৫ স্কোর গড়ে স্বর্ণ পেয়েছে উজবেকিস্তান, ২২৫.৫০ স্কোর গড়ে ভারত রৌপ্য এবং ১৯৮.৯৫ স্কোর গড়ে ব্রোঞ্জ শ্রীলংকার। অল অ্যারাউন্ড ইভেন্টে ৭৭.৪৫ স্কোর গড়ে ব্যক্তিগত স্বর্ণ পেয়েছেন জুরায়েভ উতকিরবেক (উজবেকিস্তান), ৭৫.৩০ স্কোর করে রৌপ্য আজামত আসাদবেগ (উজবেকিস্তান) এবং ভারতের ওমকার ঈশ্বর সিন্ধে ৭৪.৩৫ স্কোর করে ব্রোঞ্জ পদক পেয়েছেন।

বিকেলে পুরুষদের (সিনিয়র) বিভাগের দলগত ও ব্যক্তিগত বিভাগে বিজয়ীদের হাতে পদক তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু। সন্ধ্যায় মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শহেদ রেজা, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার, এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়েনের টেকনিক্যাল ডিরেক্টর রাদে কিলিজগান এবং ভারতীয় জিমন্যাস্টিকস ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি শুভ রায়।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে  ফ্লোর, পুমেল, রিং, ভোল্ট, প্যারালাল বারস ও হরাইজেন্টাল রার মিলিয়ে ছয়  ইভেন্টে অংশ নেয় ছয় দল। দলগুলো হলো- উজবেকিস্তান, ভারত ,শ্রীলংকা, নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশ।

এজেড/এনইউ