দেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবাল খান। তার বাবা ইকবাল খান ছিলেন ফুটবলার। তামিম নিজের খেলার ফাঁকে সময় সুযোগ পেলে বাংলাদেশের অন্যান্য খেলা মিস করেন না, ‘বাংলাদেশের ফুটবল, হকিসহ সব খেলাই দেখার চেষ্টা করি। আমরা সব খেলোয়াড়ই দেশের জন্য লড়ি।’ 

তামিম অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়দের কাছে আইকন ও প্রিয়। তামিমের চোখে অন্য ডিসিপ্লিনের প্রিয় কে এই ব্যাপারে তিনি অতীত স্মৃতি রোমান্থন করেছেন, ‘একেক সময় একেক জন প্রিয়। মতিউর মুন্না একবার ( ২০০৩ সাফে) অসাধারণ গোল করেছিলেন। তখন তিনি প্রিয় ছিলেন। এখন হয়তো আরেকজন। এ রকম অন্য খেলাতেও।’ 

আজ (শনিবার) রাজধানীর এক হোটেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সঙ্গে এক অনুষ্ঠানে ছিলেন তামিম ইকবাল। তিনি মোবাইল ফিন্যান্সিয়াল কোম্পানি নগদের শুভেচ্ছা দূত। সিনিয়র সাংবাদিক, অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তামিম। 

সিনিয়র সাংবাদিকরা তামিম, মুশফিকদের অবসরের পর বাংলাদেশ দলের বিকল্প সম্পর্কে জানতে চান। সেক্ষেত্রে তামিম মজার ছলে বলেন, ‘আপনারা বলছেন ২-৩ বছর খেলব। এখনো আরো পাঁচ বছর খেলার আশা রাখি। আমাদের অবসরের পরেও বাংলাদেশ দলে ভালো খেলোয়াড়রাই প্রতিনিধিত্ব করবে।’

অনানুষ্ঠানিক ও ঘরোয়া অনুষ্ঠান হলেও চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে আলাপ হয়েছে। মারকুটে তামিম এক্ষেত্রে সোজা ব্যাটে ডিফেন্স করেন, ‘বিশ্বকাপে যারা আছে তারা সেরা ১৫। সবাই সবার সেরাটা দেয়ার চেষ্টা করছে।’ 

বিশ্বকাপে বাংলাদেশের দুই ম্যাচ রয়েছে। সেই দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলের প্রতি দোয়া চেয়েছেন, ‘আমাদের আরও ২ ম্যাচ। আপনাদের দোয়া ও শুভকামনা প্রয়োজন।’

এজেড/এমএইচ