আফগানদের পক্ষে লড়েছেন কেবল এক নাজিবুল্লাহ জাদরানই/গেটি ইমেজ

আবুধাবিতে বিশ্বকাপের গ্রুপ দুই এর ম্যাচে পক্ষ দুটো হলেও আগ্রহ জড়িয়ে আছে তিন দলের। একপাশে নিউজিল্যান্ড, অন্য পাশে প্রত্যক্ষ প্রতিপক্ষ আফগানিস্তান হলেও, পরোক্ষভাবে আছে ভারতও। নিউজিল্যান্ড জিতলে বিদায়ঘণ্টা বাজবে দুই পক্ষের। আর আফগানিস্তান জিতলে নিজেদের তো সুযোগ থাকবেই, থাকবে বিরাট কোহলিদের সেমিফাইনালের আশাও।

এমন এক ম্যাচে শুরুতে ব্যাট করে আফগানরা তুলতে পেরেছে মোটে ১২৪। ফলে এক ঢিলে দুই পাখি শিকার করতে নিউজিল্যান্ডের এখন প্রয়োজন ১২৫ রান। 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। তবে তাকে সঠিক প্রমাণের কাজটা ব্যাটাররা করতে পারেননি মোটেও। সেই পাওয়ার প্লে থেকেই শুরু ব্যাটিং দীনতার। দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই আর মোহাম্মদ শাহজাদকে শর্ট বলেই কুপোকাত করেছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট আর অ্যাডাম মিলনে। এরপর ষষ্ঠ ওভারে বিদায় নিয়েছেন রাহমানউল্লাহ গুরবাজও, টিম সাউদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। তিন জনের বিদায়ের পর পাওয়ার প্লেতেও রান তুলতে পারেনি আফগানরা। ছয় ওভার শেষে উঠেছে কেবল ২৩ রান।

পাঁচে নামা নাজিবউল্লাহ জাদরানের লড়াইয়ের শুরু সেখানেই। প্রথমে গুলবাদিন নাইব আর পরে মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে লড়ে গেছেন একেবারে ডেথ ওভার পর্যন্ত। ৪৮ বলে করেছেন ৭৩ রান। তাতে আফগানদের স্কোরকার্ডটাও পেয়েছে ভদ্রস্থ এক রূপ। তার বিদায়ের পর ডেথ ওভারে রান তুলতে পারেনি দলটি। ২০ ওভার শেষ করেছে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান তুলে।

এনইউ