সাফ ব্যর্থতার পর আবার মাঠে নামছেন জামাল ভূঁইয়ারা। আগামীকাল শ্রীলঙ্কায় চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ সিশেলস। এই ম্যাচ দিয়ে জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হচ্ছে পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোসের। 

সাফে অভিষেক ম্যাচে অস্কার ব্রুজন জয় দিয়ে শুরু করেছিলেন। ম্যারিও ল্যামোস জয় দিয়ে শুরু করতে চান, ‘টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করা গুরুত্বপূর্ণ। আমরা আগামীকাল জয় পেতে চাই।’ সাফের স্কোয়াড থেকে নেই অনেকে আবার এক সঙ্গে অনুশীলনও হয়নি বেশি দিন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠেছিল। এর প্রেক্ষিতে ল্যামোস বলেন, ‘সাফের অনেকে নেই। অনুশীলনও খুব স্বল্প দিন হয়েছে। তবে আমরা টুর্নামেন্টে ভালো কিছু করতে চাই।’  

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় সারা বছর বৃষ্টি হয়। শ্রীলঙ্কা এখন একটু বেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি নিয়ে খুব বেশি ভাবছেন না ল্যামোস, ‘এখানে এখন একটু বেশি বৃষ্টি হচ্ছে। বাংলাদেশেও বৃষ্টির মধ্যে খেলার অভ্যাস রয়েছে।’ 

র‍্যাঙ্কিংয়ে সিশেলস বাংলাদেশের চেয়ে পিছিয়ে অনেক। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সঙ্গে আগে কখনো বাংলাদেশ তাদের মুখোমুখি হয়নি। প্রতিপক্ষ সম্পর্কে তার মন্তব্য, ‘দুই বছর আগে বাংলাদেশে বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলতে এসেছিল সিশেলস। বাংলাদেশের সঙ্গে খেলা না হলেও তাদের ম্যাচ আমি দেখেছি৷ এই বছর তারা দুটো প্রীতি ম্যাচ খেলেছে রুয়ান্ডার সঙ্গে। ওই ম্যাচ দেখেছি।’

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সিশেলসের কোচ টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য সম্পর্কে বলেন, ‘আমাদের দলটি খুব তরুণ। তারা এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের পরিপক্ব করবে। র‍্যাঙ্কিংয়ে আমরা পিছিয়ে থাকলেও টুর্নামেন্টে ভালো কিছু করতে চাই।’ 

এজেড/এনইউ