চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তার কাছে চাওয়াটাও বেশিই ছিল নিউজিল্যান্ডের। কিন্তু মার্টিন গাপটিল তা মেটাতে পারলেন কই?

পাওয়ারপ্লেতে রান ওঠেনি দলের স্কোরবোর্ডে। এরপরের চার ওভারেও নিউজিল্যান্ড ছিল চুপচাপ। তবে ১১তম ওভারেই বদলে গেল দৃশ্যপট। সে ওভারে ১৯ রান তুলে দারুণভাবে কেন উইলিয়ামসন মোমেন্টাম ফিরিয়ে এনে ছিলেন কিউইদের দিকে।

পরের ওভারে যেন গাপটিলও খুলতে চাইলেন হাত। তবে উইলিয়ামসনের মতো তিনি সফল হলেন না। অ্যাডাম জ্যাম্পার বলে ডিপ মিড উইকেট অঞ্চলে ক্যাচ দিলেন মার্কাস স্টয়নিসের আগে। ফিরেছেন ৩৪ বলে মাত্র ২৮ রান তুলে। তাতে দলের ওপরও চাপটা বাড়ল বৈকি!