চ্যাম্পিয়ন মেরিনারের নতুন হকি কমিটি
মেরিনার হকি কমিটির চেয়ারম্যান মনোয়ার হোসেন (বাঁয়ে), ও সম্পাদক বদরুল ইসলাম দিপু (ডানে)/ফাইল ছবি
ঢাকা মেরিনার ইয়াংস দেশের বিভিন্ন খেলা খেললেও তাদের মুল পরিচিতি হকির ক্লাব হিসেবে। ঢাকা মেরিনার চলমান মৌসুমে ক্লাব কাপের চ্যাম্পিয়ন। প্রিমিয়ার হকি লিগে মেরিনার এখনো অপরাজিত।
সুপার ফাইভের আগে মেরিনার ক্লাবের সাংগঠনিক শক্তি বাড়াতে নতুন হকি কমিটি গঠন করেছে। মনোয়ার হোসেনকে চেয়ারম্যান ও বদরুল ইসলাম দিপুকে সম্পাদক করা হয়েছে। কমিটির দুই ভাইস চেয়ারম্যান সুমন খান ও সাজ্জাদ হোসাইন খান ডলার, সদস্য নাসিম রেজা মিজান, নজরুল ইসলাম মৃধা, মহিউদ্দিন, খন্দকার মুহিত, তাহের সরকার ও রাবিদ হাসান প্রাপ্য।
বিজ্ঞাপন
ঢাকা মেরিনার ২০১৬ সালে প্রথম বারের মতো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়। ২০১৮ সালে হয়েছিল রানার্সআপ। এবার প্রথমবারের মতো ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়েছে। লিগের শিরোপা পুনরুদ্ধারে রয়েছে। উল্লেখ্য, মেরিনার্সের হকি কমিটির চেয়ারম্যান ছিলেন আগে মমিনুল হক সাঈদ।
এজেড/এনইউ
বিজ্ঞাপন