শেষ ওয়ানডেতে কুঁচকির চোট ফিরে আসে সাকিবের/ছবি: সংগৃহীত

গত ২৫ জানুয়ারি চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকির চোটে পড়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। এরপর আর মাঠে ফিরতে পারেননি তিনি। ইনজুরির কারণে আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া প্রথম টেস্টে টাইগার অলরাউন্ডারকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে বুধবার সেই শঙ্কা উড়িয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী।

সব ঠিক থাকলে আগামীকাল (বৃহস্পতিবার) চোটের জায়গায় স্ক্যান করানো হবে সাকিবের। এরপর বোঝা যাবে ইনজুরির মাত্রা। তবে বর্তমানে ভালো আছেন সাকিব। যে অবস্থায় আছেন, তাতে প্রথম টেস্টে তার মাঠে নামতে কোনো অসুবিধা নেই বলে জানান মনজুর।

বুধবার ঢাকা পোস্টকে তিনি বলেন, 'সাকিবের স্ক্যান করানো হবে আগামীকাল। এরপর ফল হাতে পেলে চোটের মাত্রা সম্পর্কে জানতে পারবো। আপাতত তার তেমন কোনো সমস্যা হচ্ছে না। অনেকটা স্বাভাবিকই আছে। তবে আমরা ঝুঁকিতে যেতে চাইছি না, এজন্য স্ক্যান করানো হবে। তবে আমরা দেখে যেটি মনে করছি, বড় কোনো সমস্যা নয়। প্রথম টেস্টে খেলার মতো অবস্থানে আছেন সাকিব।'

সোমবার সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামে ক্যারিবীয় ব্যাটসম্যান রভম্যান পাওয়েলকে নিজের পঞ্চম ওভারের পঞ্চম বল করার সময় কুঁচকিতে টান লাগে সাকিবের। বলটি ছেড়েই ব্যথায় কাতর সাকিব মাটিতে বসে পড়েন। এরপর বেশ কিছুক্ষণ সাকিব মাঠেই সুস্থ হওয়ার চেষ্টা করেন। আসেন ফিজিও জুলিয়ান ক্যালফেতোও। তবে সাকিব ওঠে দাঁড়িয়ে আর বল করার মতো অবস্থায় ফিরে যেতে পারেননি।

টিআইএস/এটি