ছবি: সংগৃহীত

ওয়েস্ট ব্রম ম্যানসিটি
                              গুন্দোয়ান ৬, ৩০
                           ক্যানসেলো ২০
                          মাহরেজ ৪৫+
                     স্টার্লিং ৫৭

প্রিমিয়ার লিগ শীর্ষস্থানের মিউজিক্যাল চেয়ারে নতুন সংযোজন ম্যানচেস্টার সিটি। ওয়েস্টব্রমকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডকে টপকে গেছে গার্দিওলার শিষ্যরা। 

ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে কোনোক্রমে জিতলেই শীর্ষস্থানে ওঠা হয়ে যাবে, মৌসুমে প্রথমবারের মতো! এ হাতছানিতে শুরু থেকেই প্রতিপক্ষের মাঠে সিটি যেন ছিল একটু বেশিই চনমনে। ৪ মিনিটে ফিল ফোডেনের শট পোস্টে প্রতিহত না হলে গার্দিওলার দল এগিয়ে যায় তখনই। তবে সিটিকে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। দুই মিনিট পরই গোল পায় তারা।

হোয়াও ক্যানসেলোর ক্রস আয়ত্বে নিয়েই জোরালো শটে দলকে এগিয়ে দেন ইলকায় গুন্দোয়ান। ২০ মিনিটে আবারও প্রায় একই দৃশ্যের পুনর্মঞ্চায়ন। বের্নার্দো সিলভার বাড়ানো বলে প্রায় একই ধরনের এক গোল করেন ক্যানসেলো। প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা উঁচিয়ে ধরলেও পরে ভিএআর পরীক্ষায় গোলের দেখা পায় সিটি। 

২০তম মিনিটে বের্নার্দো সিলভার কাটব্যাক বক্সের মুখে ধরে অনেকটা একইরকম শটে ব্যবধান দ্বিগুণ করেন কানসেলো। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি। এর মিনিট দশেক পর আবারও গুন্দোয়ানের আঘাত স্বাগতিক জালে, ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। বিরতির আগে চার গোলের ব্যবধানে দলকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ। বিরতির পর একটিই গোল এসেছে সিটির পক্ষে, ৫৭ মিনিটে স্টার্লিংয়ের গোল বড় জয় পাইয়ে দেয় তাদের। এর ফলে ১৯ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে গার্দিওলার দলের সংগ্রহ ৪১ পয়েন্ট, সমান ম্যাচে দুইয়ে থাকা ইউনাইটেডের সংগ্রহ ৪০ পয়েন্ট।

দিনের অন্য ম্যাচে আর্সেনালও নেমেছিল মাঠে। সাউদাম্পটনের মাঠে তারা শুরুতে পিছিয়েই পড়েছিল। তবে জেমস ওয়ার্ড প্রসের গোলের জবাবটা অবশ্য তারা দেয় ৫ মিনিট পরই, দলকে সমতায় ফেরান নিকলাস পেপে। ৩৯ মিনিটে বুকায়ো সাকার গোলে এগিয়েই যায় কোচ মিকেল আর্তেতার দল। ৭২ মিনিটে দলের জয় নিশ্চিত করেন আলেক্সান্দ্র লাকাজেত। ৩-১ ব্যবধানের এই জয় নিয়ে ২০ ম্যাচ পর ৩০ পয়েন্ট নিয়ে আর্সেনাল উঠে এসেছে তালিকার অষ্টম স্থানে, পেছনে ফেলেছে অ্যাস্টন ভিলা ও চেলসির মতো দলকে।

এনইউ/এটি