ফাইল ছবি

দুঃসময় পিছু ছাড়ছেই না সৌরভ গাঙ্গুলির। ফের অসুস্থ ভারতীয় এই ক্রিকেট ব্যক্তিত্ব। বুধবার বুকে ব্যথা নিয়ে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতিকে।

মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। ভারতীয় গণমাধ্যমের খবর বুধবার দুপুরে ব্যথা বাড়লে ঝুঁকি না নিয়ে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। স্বস্তির খবর হলো এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। 

এর আগে গত ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় আচমকা মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে  তীব্র যন্ত্রণা নিয়ে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তারপরই জানা যায় হৃদরোগে আক্রান্ত ভারতের সাবেক অধিনায়ক। তখন প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন সৌরভ। হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের। এরপর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।  শেষে ধমনীর ‘ব্লকেজ’ সরাতে বসানো হয় স্টেন্ট। 

সেই ধাক্কা সামলে গত ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরে ফেরেন প্রিন্স অব ক্যালকাটা। দ্রুত কাজে যোগ দেওয়ার কথাও ভাবছিলেন ভারতীয় ক্রিকেটের 'বস'। কিন্তু  সপ্তাহ দুয়েক কাটতেই ৪৮ বছর বয়সী সৌরভ ফের অসুস্থ।

এটি/এনইউ