বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য থাকে। শোয়েব মালিক, শাদাব খানরা যেমন এদেশে খেলতে এসে এখানকার আবহাওয়া, কন্ডিশন সম্পর্ক জানেন, তেমনি মালিক-শাদাবদের সঙ্গে খেলে তাদের সম্পর্কে ভালো ধারণা তৈরি করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে খেলা বা মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আসন্ন টি-টোয়েন্টি সিরিজে কাজে লাগাতে চায় বাংলাদেশ দল।

৩ ম্যাচের টি-টোয়ন্টি সিরিজের সঙ্গে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। দুই দলের মাঠের লড়াই শুরু হবে কুড়ি ওভারের ফরম্যাট দিয়ে। সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৯ নভেম্বর। এই সিরিজে বিপিএল থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগানোর বার্তা দিলেন দলের টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। 

এক ভিডিও বার্তায় শান্ত বলেন, ‘বিশ্ব ক্রিকেট চিন্তা করলে পাকিস্তান সেরা দলগুলোর একটি। বিপিএলে ওদের বেশ কয়েকজনের সঙ্গে খেলার সুযোগ হয়েছে। ওই দিক থেকে আমরা একটু আত্মবিশ্বাসী যে ওই বোলারদের মোকাবেলা করেছি, বা ওই ব্যাটসম্যানের বিপক্ষে বল করেছি। এই সুযোগ আছে। বিশ্ব ক্রিকেটে প্রত্যেকটা দলই ভালো। চিন্তা করলে হবে না যে অনেক ভাল কিছু করব, আমরা জাস্ট বল দেখব, খেলব। অতো বেশি চিন্তার কিছু নেই। আমরা যেটা পারি ওই জিনিসটা করব।’ 

সঙ্গে যোগ করেন শান্ত, ‘আমরা এখানে যারা আছি প্রত্যেকেই সামর্থ্যবান। প্রত্যেকটা ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে খেলার মতো। আমাদেরই দায়িত্ব নিতে হবে। এখানে সিনিয়র  বা জুনিয়র বলে কিছু নাই। এখানে সবাই সামর্থ্যবান বলে আমরা আছি। প্রত্যেকেরই দায়িত্ব আছে। যার যে দায়িত্ব সবারই ওটা সমানভাবে পালন করতে হবে। সবারই সেই সামর্থ্য আছে।’

এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আবার টি-টোয়েন্টি স্কয়াডে ডাক পেয়েছেন শান্ত। নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বললেন, শুরু থেকেই ক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান।

শান্ত বলেন, ‘সাধারণত টি-টোয়েন্টি অবশ্যই রানেরই খেলা। আমি যখনই খেলি আমার লক্ষ্য থাকে আক্রমণাত্মক ক্রিকেটই খেলব। চিন্তা থাকে প্রথম বল থেকেই আগ্রাসী মেজাজে থাকব। তার মানে এই না যে প্রতি বলেই মারতে থাকব। অবশ্যই বল বিচার করে খেলব।’ 

টিআইএস