ক্রিকেট তার ধ্যানজ্ঞান। খেলোয়াড়ি জীবনে তো বটেই, খেলাটা ছেড়ে দেওয়ার পরও যে এতে ব্যত্যয় ঘটেনি একটু। ২২ গজকে বিদায় জানানোর আট বছর পেরিয়ে গেলেও ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন না শচীন টেন্ডুলকার।

ক্রিকেট সম্পর্কিত মজাদার কিছু দেখলেই তা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন, ভক্তসমর্থকদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি যেমন একটি কুকুরের ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন টেন্ডুলকার। সেই কুকুরটি আবার যেমন তেমন নয়, একেবারে ক্রিকেটার কুকুর।

সেই ভিডিওতে দেখা যায়, তিনটি বাচ্চার সঙ্গে সেই কুকুরটি অবলীলায় খেলছে ক্রিকেট। কখনো উইকেটের পেছনে পাহাড়া দিচ্ছে, কখনোবা ফিল্ডিংয়ে সাহায্য করছে। কুকুরের এমন কীর্তি অবাক করে দিয়েছে শচীনকে।

একটি বন্ধুর থেকে ভিডিওটি দেখিয়েছেন শচীনকে। সেটা দেখা মাত্রই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বন্ধুদের সঙ্গে। সেখানে তিনি লিখেছেন, ‘এক বন্ধুর কাছ থেকে এটা পেলাম এবং আমাকে বলতেই হবে, বল ধরার দারুণ দক্ষতাই আছে এর আছে। আমরা ক্রিকেটে উইকেট-রক্ষক, ফিল্ডার এবং অলরাউন্ডার দেখেছি, কিন্তু আপনি এর কী নাম দেবেন?’

ক্রিকেট ছেড়ে এখন শচীন আছেন অখণ্ড অবসরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই দারুণ সরব তিনি। তার টুইটারে আপডেট আসে নিয়মিতই, সেটা নিজের জীবনের কোনো ঘটনা হোক, কিংবা ক্রিকেট নিয়ে। এই তো কিছুদিন আগে বাংলাদেশের এক শিশুকে নিয়ে পোস্ট করেছিলেন ভারতীয় এই কিংবদন্তি। তা নিয়েও আলোচনা কম হয়নি তখন। এবার টেন্ডুলকার নিজের অ্যাকাউন্টে শেয়ার দিলেন এই কুকুরের ভিডিও।

এনইউ