ছবি : সংগৃহীত

জেমকন খুলনার বিপক্ষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের কোয়ালিফায়ার ম্যাচ। ওই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে বেক্সিমকো ঢাকাকে। উত্তেজনায় ঠাসা ম্যাচে বারবার মেজাজ হারান দলটির অধিনায়ক মুশফিকুর রহিম। 

এর মধ্যে দুইবার সতীর্থ স্পিনার নাসুম আহমেদকে মারতেও যান তিনি। ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গাতেই সমালোচনার তৈরি হয়। পরে ওই ঘটনার জন্য নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষমা চান মুশফিকুর রহিম। 

তবে এতে ছাড় মেলেনি মুশফিকের। দায় স্বীকার করে নেওয়ায় শুনানি না হলেও ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। দুই আম্পায়ার গাজী সোহেল ও মাহফুজুর রহমানের রিপোর্টের ভিত্তিতে তাকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।

বিসিবির আচরণবিধির লেভেল ওয়ানে ২.৬ ধারায় অভিযুক্ত হয়েছেন তিনি। শুধু জরিমানাই নয়, মুশফিকের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। আচরণবিধির অনুচ্ছেদ ৭.৫ অনুযায়ী, যদি তিনি এই টুর্নামেন্টে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান, তবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।

মাঠে সতীর্থের সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়েছেন মুশফিক। তারপরও শাস্তি থেকে মুক্তি পেলেন না!

এমএইচ/এটি