সুজন জানালেন, নিউজিল্যান্ডে কেমন গেল প্রথম দিন
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের একটি সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত ৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে সেদিন রাতেই উড়াল দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১০ ডিসেম্বর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছায় সফরকারীরা। নিউজিল্যান্ডে ৭ দিনের কোয়ারেন্টাইন করতে হবে দলকে। তার প্রথম দিন শেষে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন দলের অবস্থা।
এক ভিডিও বার্তায় সুজন বলেন, ‘আজকে আমাদের কোয়ারেন্টিনের প্রথম দিন। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর পরপরই ডাক্তার ও দুই নার্স এসেছিলেন আমাদের জ্বর মাপার জন্য এবং বাকি সব খোঁজখবর নেওয়ার জন্য। প্রথম যখন এখানে (নিউজিল্যান্ড) এসে পোঁছালাম কারো সাথে ঐভাবে দেখা হয়নি, ভিডিও কল ছাড়া।’
বিজ্ঞাপন
নিউজিল্যান্ডে গতবার গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হলেও এবার বাধ্যবাধকতা ৭ দিনের। আগামী ১ জানুয়ারি প্রথম ম্যাচে মাঠে নামার আগে ২টি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা।
সুজন বলেন, ‘কঠিন সময়। পাকিস্তানের বিপক্ষে খেলার পর কঠিন সময় যাচ্ছে। আমার মনে হয় আর দুই থেকে তিনদিন কষ্ট করতে হবে তারপর গ্রুপ হিসেবে অনুশীলন করতে পারব। জিম দিয়ে শুরু করব, তারপর ধীরে ধীরে ট্রেনিং শুরু করব। এছাড়া আমরা ভালো আছি, সুস্থ আছি।’
বিজ্ঞাপন
টিআইএস/এনইউ