আশা হয়ে জ্বলে উঠেছিলেন বেন স্টোকস ও ক্রিস উকস। কিন্তু তারাও থিতু হতে পারলেন না বেশিক্ষণ। এরপর ইংল্যান্ডের অলআউট হতেও লাগেনি বেশিক্ষণ। এরপর ফলোঅন করাতে পারতো অস্ট্রেলিয়া। তবে সেটা করাননি অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। এক উইকেট হারালেও ইংলিশদের বড় রানের লক্ষ্য দেওয়ার পথেই আছে স্বাগতিকরা।

অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনশেষে ইংল্যান্ডের চেয়ে ২৮২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। ৪৫ রানে এক উইকেট হারিয়ে দিনশেষ করেছে তারা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৩৬ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।

১৭ রান তুলতেই ২ উইকেট হারিয়ে তৃতীয় দিনে খেলতে নামে ইংল্যান্ড। শুরুটা বেশ ভালোই করেছিলেন ডেভিড মালান ও জো রুট। দুজন মিলে গড়ে তুলেছিলেন ১৩৮ রানের জুটি। ১১৬ বলে ৬২ রান করে ক্যামেরুন গ্রিনের বলে রুট আউট হলে ভেঙে যায় এই জুটি।

মালানও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ১৫৭ বলে ৮০ রান করে আউট হয়ে যান তিনি। ওলে পোপে ৫ ও জশ বাটলার আউট হন শূন্য রানে। ফলোঅনে পড়ার শঙ্কা বেড়ে যায় সফরকারীদের। ৪০ বলে ২৪ রান করে আউট হয়ে যান ওকস। 

একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন স্টোকস। কিন্তু ৯৮ বলে ৩৪ রান করে গ্রিনের বলে বোল্ড হয়ে যান তিনি। তাতে ২৩৪ রানেই অলআউট হতে হয় ইংল্যান্ডকে। ফলোঅন করানোর সুযোগ থাকলেও করাননি স্মিথ। ২৮ ওভার বল করে ৫৮ রান দিয়ে ৩ উইকেট নেন নাথান লায়ান। ১৬ ওভার ১ বল করে ৪ উইকেট নেন স্টার্ক।

শেষ বিকেলে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ৩৮ বলে ১৩ রান করে রান আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার। ৫৯ বলে ২১ রান করে অপরাজিত আছেন আরেক ওপেনার মার্কাস হ্যারিস। নাইট ওয়াচ ম্যান হিসেবে খেলতে নামা মিচেল নাসির ৬ বলে করেছেন ২ রান।

এমএইচ