গত ২৪ ডিসেম্বর নতুন মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্থায়ী কমিটি ঘোষণা করা হয়। সেখানে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব পান বোর্ডের মিডিয়া বিভাগের সাবেক চেয়ারম্যান জালাল ইউনুস। দায়িত্ব নেওয়ার পর আজ (মঙ্গলবার) প্রথম দিনের মতো নতুন বিভাগের চেয়ারে বসেন এই দক্ষ সংগঠক। প্রথম দিনের অফিসেই ‘এ’ দলের ধুলোপড়া ফাইল খুলেছেন তিনি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল বললেন, ‘এ দলের যে কার্যক্রম তা একটু থমকে আছে করোনা মহামারীর জন্য। আমি দেখেছি যে আগে ক্রিকেট পরিচালনা বিভাগ অনেক চেষ্টা করেছে, অনেক দেশের সাথে যোগাযোগ করেছিল। হয়তো তারা সূচি দিয়েছিল কিন্তু পরে আবার তারা বাতিলও করে দিচ্ছিল।’

সঙ্গে যোগ করেন জালাল ইউনুস, ‘প্রথম দিনই আমি গিয়ে কিছু ফাইল দেখেছি, কিছু কাগজ দেখেছি এ দলের কোনো সিরিজ আয়োজন করা যায় কিনা, দেশে কিংবা বাইরে যেটাই হোক। এরকম একটা সুযোগ আছে, যেমন, এমন একটা দেশের সাথে আমি এখনই নাম বলছিনা, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করবো যাতে ২০২২ না হলেও ২০২৩ সালে...।’

নানা সময়ে বেশ সমালোচনার মুখোমুখি হতে হয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগকে। আগের চেয়ারম্যান আকরাম খান দায়িত্বে থাকার সময় এবং আগেও, এ দলের সিরিজ নিয়মিত আয়োজন করতে পারেনি। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের যে ব্যবধান, সেটি তাই ঘুচিয়ে উঠতে পারেননি ক্রিকেটারদের বড় অংশ। বেশির ভাগ ক্রিকেটারকেই জাতীয় দলে আসতে হয়েছে যথেষ্ট প্রস্তুত না হয়েই। 

এ দলের কোনো নিয়মিত সূচি বা ধারাবাহিক খেলা কখনোই ছিল না বাংলাদেশ ক্রিকেটে। সেই আক্ষেপ ঘোচাতে এ দলের সিরিজ আয়োজনের ব্যাপারে কাজ শুরু করে দিয়েছেন বলে জালাল।

তার ব্যাখ্যা, ‘আমরা চেষ্টা করব যে সব দেশে আমাদের ট্যুর হচ্ছে না সে জায়গায় গিয়ে আমাদের ট্যুর করা। এটা আমরা চেষ্টা করব। বাংলাদেশ টাইগার্স আছে, তাদের সাথে সমন্বয় করেও যদি কোনো ট্যুর করতে পারি, এখানে এ দলের খেলোয়াড় থাকতে পারে, অ্যাকাডেমির খেলোয়াড় থাকতে পারে, হাই পারফরম্যান্সের কোনো খেলোয়াড় থাকতে পারে, আমার কোনো আপত্তি নাই।’

টিআইএস/এনইউ/এটি