জমে উঠেছে সেঞ্চুরিয়ন টেস্ট। জয়ের সম্ভাবনা আছে ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলেরই। শেষ দিনে ভারতের জিততে দরকার ছয় উইকেট। আর দক্ষিণ আফ্রিকার ২১১ রান। যদিও শঙ্কা আছে বৃষ্টির বাধায় দিনই পণ্ড হয়ে যাওয়ার।

টেস্টের তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ১৬ রানে ১ উইকেট হারিয়েছিল ভারত। প্রথম ইনিংসে বেশ কয়েকজন ব্যাটসম্যান রান পেলেও এই ইনিংসে জ্বলে উঠতে পারেননি কোনো ব্যাটসম্যান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সফরকারীরা অলআউট হয়েছে কেবল ১৭৪ রানে। 

দলটির পক্ষে ৩৪ বলে সর্বোচ্চ ৩৪ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। ৭৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান এসেছে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলের ব্যাট থেকে। ১৭ ওভার বল করে ৪ মেডেনে ৪২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছে কাগিসো রাবাদা।

৩০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বিপদে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাও। চতুর্থ দিনশেষে তারা হারিয়ে ফেলেছে ৪ উইকেট। দলটির হয়ে এক প্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছেন অধিনায়ক ডিন এলগার। ১২২ বলে ৫২ রান করে অপরাজিত আছেন তিনি। 

এমএইচ