বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মাটিতে খেলতে নামবে বাংলাদেশ/ফটোস্পোর্টস নিউজিল্যান্ড

টেস্ট ক্রিকেটকে আরো বেশি আকর্ষণীয় করতে বেশকিছু উদ্যোগ হাতে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। নয়টি দল নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই ছুঁড়ে দিয়েছে আইসিসি। এই চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে একদম উল্টো অবস্থানে ছিল নিউজিল্যান্ড আর বাংলাদেশ।

চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের ‘গদা’ ওঠে কিউইদের হাতে। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব নিউজিল্যান্ডের। আর বাংলাদেশের অবস্থান ছিল একদম তলানিতে। ৯ দলের একদম শেষের দলটি অধিনায়ক মুমিনুল হকের। একমাত্র দল হিসেবে জিততে পারেনি কোনো ম্যাচ।

এবার দ্বিতীয় চক্রে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। ২ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে মাঠে গড়াবে ১ জানুয়ারি, বাংলাদেশ সময় ভোর ৪টায়। টেলিভিশন চ্যানেল টি স্পোর্টসে ম্যাচটি সরাসরি সম্প্রচারের কথা আছে। 

নতুন বছরের প্রথম ম্যাচ নিয়ে অধিনায়ক মুমিনুল বলছেন, ‘আপাতত ২০২২ নিয়ে এত চিন্তা করছি না। এই সিরিজে কতটা ভালো খেলতে পারি এটা নিয়েই চিন্তা করছি।’

মুমিনুল চিন্তা না করলেও পরিসংখ্যান ভাবাচ্ছে বাংলাদেশকে। নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজে খেলা ৩২ ম্যাচের কোনটিতেই জিততে পারেনি টাইগারা। যেখানে হার ৯ টেস্টের সবগুলোতে। এটি বাদ দিলেও ২০২১ সালে খেলা ৭ টেস্টের ৫টিতে হার বাংলাদেশের। একমাত্র জয়টি এসেছে ‘দুর্বল’ জিম্বাবুয়ের বিপক্ষে। যেটি আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের কোন অংশ নয়।

নিউজিল্যান্ডের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে জয় বঞ্চিত বাংলাদেশ দল এই দেয়াল ভাঙতে শনিবার শুরু হতে যাওয়া ম্যাচে পেস আক্রমণ সাজাবে বলে জানিয়েছে। তিন পেসারের সঙ্গে একজন স্পিনার। সে হিসেবে একাদশ মেলাতে গেলে সেটি হতে পারে; ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলাম। ফর্ম খুব ভালো না হলেও উপযুক্ত বিকল্পের অভাবে সাদমান ইসলাম টিকে যাচ্ছেন একাদশে। জয়কে নিয়ে ইনিংস শুরু করবেন।

তিন নম্বরে নাজমুল হোসেন শান্তর জায়গা পাকা। চারে মুমিনুল হক, পাঁচে মুশফিকুর রহিম, ছয়ে লিটন দাস ও সাকিব আল হাসান না থাকায় একাদশে ফিরতে পারেন ইয়াসির আলি চৌধুরি রাব্বি। সেক্ষেত্রে তাকে দেখা যাবে সাত নম্বরে। ৮ নম্বরে এগিয়ে মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের সম্ভাব্য ব্যাটিং অর্ডারে প্রথম পাঁচজনের তিনজন বাঁহাতি ব্যাটসম্যান হওয়ায় বাঁহাতি তাইজুলকে চ্যালেঞ্জ জানিয়ে টিকে যেতে পারেন মিরাজ।

পরের তিন পেসার হতে পারেন ফর্মে ফেরা তাসকিন আহমেদ, বাঁহাতি শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন। এবাদতকে অবশ্য লড়াই করতে হবে আবু জায়েদ রাহির সঙ্গে।

নিজদের পেস বিভাগ নিয়ে অধিনায়কের মূল্যায়ন, ‘তাসকিন বিগত সব টেস্টে খুব ভালো বল করেছে। এবাদতও গত দুই টেস্টে খুব ভালো বল করেছে। রাহীও ভালো অবস্থায় আছে। শরিফুল আছে, খালেদ ও শহিদুল আছে। গত এক-দেড় বছরে আমরা বেশ উন্নতি করেছি। তাদের দেখার জন্য আমার আরও রোমাঞ্চ কাজ করছে এই সিরিজে। ওদের নিয়ে আমি খুবই আশাবাদী।’

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড: টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকলস, টম ব্লানডেল (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার এবং ট্রেন্ট বোল্ট।

টিআইএস/এনইউ