বাংলাদেশের বোলাররা লড়াই করছেন নিউজিল্যান্ডে। সাফল্যটা ধরা দিচ্ছে কেবল শরিফুল ইসলামকে। তরুণ এই পেসারই নিয়েছেন নিউজিল্যান্ডের তিন উইকেটের দুইটি। তবে স্বস্তিতেই আছে নিউজিল্যান্ড।

ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল। দলীয় ১ রান থাকতেই সাজঘরে ফেরান নিউজিল্যান্ড ওপেনার টম লাথামকে। ১৪ বল খেলে ১ রান করা এই ব্যাটসম্যানকে বাধ্য করেন উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিতে। 

এরপর বেশ বড় জুটি গড়েন উইল ইয়ং ও ডেভন কনওয়ে। ৬ চারে ১৩৫ বলে ৫২ রান করে ইয়ং রান আউট হয়ে ফিরলে এই জুটি ভাঙে। এরপর বাংলাদেশকে তৃতীয় বারের মতো সাফল্য এনে দেন শরিফুল ইসলাম।

৬৪ বলে ৩১ রান করা রস টেলরকে সাদমান ইসলামের ক্যাচ বানান তিনি। অন্য প্রান্তে সেঞ্চুরি তুলে নিয়েছেন ডেভন কনওয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৫ রানে অপরাজিত আছেন তিনি। ৩০ বলে ১৪ রান করে আরেক প্রান্তে অপরাজিত আছেন হেনরি নিকলস। ২২২ রানে ৩ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

এমএইচ