ভারতের ক্রিকেটে যেন বদলের হিড়িক। প্রথমে টি-টোয়েন্টি ও পরে ওয়ানডের অধিনায়কত্বে বদল আসে। বিরাট কোহলির জায়গা নেন রোহিত শর্মা। এবার নতুন অধিনায়কের দলে নাম উঠল লোকেশ রাহুলের। সেটা অবশ্য এক সিরিজের জন্যই। রোহিত শর্মার অনুপুস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন তিনি। 

১৮ সদস্যের দলে তার নেতৃত্বে থাকার বিষয়টি শুক্রবার জানায় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সহ-অধিনায়ক করা হয়েছে পেসার জাসপ্রিত বুমরাহকে। হ্যামস্ট্রিংয়ের চোটে শুরুতে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান রোহিত শর্মা। এখন জানা গেছে ওয়ানডেতেও থাকছেন না তিনি। 

এ নিয়ে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক চেতেন শর্মা বলেছেন, ‘আমরা রাহুলকে তিন ফরম্যাটে খেলার মতো একজন হিসেবে দেখছি। তার নেতৃত্ব দেওয়ার ভালো অভিজ্ঞতাও আছে। সে নেতৃত্বগুণ প্রমাণ করেছে। এটাই আসলে নির্বাচকদের ভাবনা ছিল। যখন রোহিত ইনজুরিতে পড়েছে, আমরা ভেবেছি সেই সবচেয়ে যোগ্য। আমাদের ভরসা আছে তার ওপর।’

এই সিরিজের দলে ফিরেছেন ২০১৭ সালে সর্বশেষ ওয়ানডে খেলা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ১১১ ওয়ানডেতে ১৫০ উইকেট নিয়েছেন তিনি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরে অবশ্য রঙিন পোশাকে প্রত্যাবর্তনটা আগেই হয়েছিল তার।

এমএইচ