ওয়ানডে সিরিজ খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা
ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুরুষ দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও নারীদের কোনো পর্যায়ের ক্রিকেটই এখনো অবধি মাঠে গড়ায়নি করোনা মহামারির পর। অবশেষে সে আক্ষেপ দূর হচ্ছে তাদের।
বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। আগামী এপ্রিলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞাপন
মার্চের ২৮ তারিখ বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা নারী দল। ওই মাসের ৩১ তারিখ পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকবে তারা।
তিন এপ্রিল পর্যন্ত অনুশীলনের পর ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। মাঝে তিনটি ওয়ানডে হবে ৬, ৮ ও ১১ এপ্রিল। সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বিজ্ঞাপন
এমএইচ/এটি