ওয়ানডেতেও চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল
চারদিনের টুর্নামেন্টের পর এবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ভার্শনেও চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। শনিবার বিসিবি দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে তারা।
ইন্ডিপেন্ডেস কাপ নামের টুর্নামেন্টটির ফাইনালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মধ্যাঞ্চল। আগে ব্যাট করে ১০ উইকেট হারিয়ে ১৬৩ রান করে দক্ষিণাঞ্চল। জবাব দিতে নেমে ৪৩তম ওভারে মাত্র ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মধ্যাঞ্চল।
বিজ্ঞাপন
দক্ষিণাঞ্চলের শুরুটা অবশ্য ভালো করেছিলেন দুই ওপেনার। এনামুল হক বিজয় ও পিনাক ঘোষ জুটি গড়েন ৫১ রানের। ৩৪ বলে ২০ রান করে নাজমুল ইসলাম অপুর বলে বিজয় ও ৪৭ বলে ৩৫ রান করে সৌম্য সরকারের বলে আউট হন পিনাক।
এরপরই রীতিমতো ভেঙে পড়ে দক্ষিণাঞ্চলের ইনিংস। ১৬৩ রানেই অলআউট হয়ে যায় দলটি। সর্বোচ্চ ৩১ রান আসে নাহিদুল ইসলামের ব্যাট থেকে। মধ্যাঞ্চলের পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মুরাদ ও নাজমুল ইসলাম অপু সবাই নেন দুটি করে উইকেট।
বিজ্ঞাপন
জবাব দিতে নেমে সৌম্য সরকার ও মিজানুর রহমান উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৫ রান। ৪ চারে ২৫ বলে ২১ রান করে সৌম্য সাজঘরে ফিরলে এই জুটি ভাঙে। পরে আরেক ওপেনার মিজানুর ৫৩ বলে ৩৯ রান করে আউট হন।
এই দুজন আউট হয়ে গেলেও জিততে খুব বেশি অসুবিধা হয়নি মধ্যাঞ্চলের। ৬ চারে ৬৯ বলে ৫৩ রান করেন আল আমিন। ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় মধ্যাঞ্চল।
এমএইচ/এটি