সতীর্থদের সঙ্গে উচ্ছ্বসিত মুস্তাফিজ/ ছবি: বিসিবি

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘদিনের করোনা-বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ৩ ম্যাচের সে সিরিজে ক্যারিবীয়দের ধবলধোলাইয়ের পর এবার টেস্ট আঙিনাতেও প্রত্যাবর্তন ঘটছে মুমিনুল হকের দলের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্টটির লাইভ আপডেট দিচ্ছে ঢাকা পোস্ট 

দ্বিতীয় দিনের সমাপ্তি

সাকিবের ফিফটির পর মিরাজের সেঞ্চুরি। বাংলাদেশের রান পাহাড়ে চড়া। এরপর শুরুতেই মুস্তাফিজের জোড়া আঘাত। তার চেয়েও বড় কথা তার বোলিংয়ের ধার। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা হেলে বাংলাদেশের দিকে। শেষ বিকালে উইন্ডিজদের আরও একটা উইকেট তুলে নিতে পারলে সেটা হতো পুরোপুরি। মুস্তাফিজের আঘাত সামলে দ্বিতীয় দিনশেষে তাদের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৭৫ রান।

মুস্তাফিজের জোড়া আঘাত

উইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগেই বলা হচ্ছিলো হবে স্পিন উইকেট। বাংলাদেশের একাদশেও মিলেছিল তার প্রমাণ। মুস্তাফিজুর রহমানই ছিলেন একমাত্র পেসার। উইন্ডিজদের প্রথম ইনিংসের শুরুর দুই উইকেটই তুলেছেন তিনি। তার বলে জন ক্যাম্পবেলে ৩ ও শন মাসলি ২ রানে সাজঘরে ফেরত গেছেন।

শুরুতেই উইকেট নিলেন মুস্তাফিজ

মুস্তাফিজের খানিকটা গুড লেন্থে করা বলটা একটু এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক জন ক্যাম্পবেল, ব্যাটে বলে হয়নি, আঘাত হানলো প্যাডে। শুরুতে বাংলাদেশের আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ ঠিকই সফলতা পাইয়ে দিয়েছে মুস্তাফিজকে। ব্যক্তিগত তিন রানে সাজঘরমুখো ক্যাম্পবেল। উইন্ডিজ ১১-১

মিরাজের শতকে বাংলাদেশের সংগ্রহ ৪৩০ রান

দ্বিতীয় দিনে বাংলাদেশের ভরসা ছিলেন লিটন দাস ও সাকিব আল হাসান। লিটন-সাকিব ফিফটি করে সাজঘরে যখন ফেরত গেছেন তখন রান পাহাড়ের যাওয়ার স্বপ্নটা কিছুটা হলেও কমে গিয়েছিল। মেহেদি হাসান মিরাজের কল্যাণে সেটা সম্ভব হয়েছে।

দারুণ শট, টাইমিং আর নিজের ব্যাটসম্যান সত্ত্বার পরিচয় দিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই অলরাউন্ডার। বাংলাদেশও তাতে প্রথম ইনিংসে পেয়েছে ৪৩০ রানের বড় সংগ্রহ। ১৩ চারে ১৬৮ বলে ১০৩ রানে আউট হন মিরাজ। বাংলাদেশ অলআউট হয় ৪৩০ রানে।

অবশেষে মিরাজের শতক

সেঞ্চুরির সুযোগ পেয়েও হারিয়েছিলেন সাদমান, সাকিব। তবে সুযোগটা ঠিকই কাজে লাগিয়েছেন মিরাজ। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম শতক।

বাংলাদেশ ৪২৩-৯

৪০০ ছুঁয়েছে বাংলাদেশ

তাইজুলের বিদায়ের পর থেকেই রানের চাকায় গতি বাড়িয়েছেন মিরাজ আর নতুন ব্যাটসম্যান নাইম। এখন পর্যন্ত ৫৩ বল খেলে তাদের জুটি তুলেছে ৪১ রান। তাতে ৪০০ রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেছে স্বাগতিকরা। বাংলাদেশ ৪০০-৮

ভাঙল তাইজুলের প্রতিরোধ

সাকিবের বিদায়ের পর মিরাজকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছিলেন তাইজুল। দারুণ ধৈর্য্যের প্রতিমূর্তি হয়ে ৭১ বলে করেছিলেন ১৮ রান। এরপরই গ্যাব্রিয়েলের শিকার বনলেন তিনি। তার লাফিয়ে ওঠা বলে পুল করতে গিয়ে উইকেটের পেছনে জশুয়া দা সিলভার হাতে ক্যাচ তুলে দেন তাইজুল।

বাংলাদেশ ৩৫৯-৮

সাদমান, সাকিবের পর মিরাজের অর্ধশতক

সাদমান, সাকিবের পর মিরাজ তৃতীয় ব্যাটসম্যান হিসেবে পঞ্চাশের মাইলফলক ছুঁয়ে ফেললেন। বাংলাদেশ ইনিংসে তার অর্ধশতকটিই এসেছে সবচেয়ে দীর্ঘতম সময়ে, পঞ্চাশ ছুঁতে খেলেছেন ৯৯ বল। বাংলাদেশ ৩৩৬-৭

স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

আগের দিনের থিতু হওয়া দুই ব্যাটসম্যান লিটন আর সাকিব ফিরে গেছেন। তবে এরপরও অস্বস্তিতে নেই বাংলাদেশ। তাইজুল ও মিরাজের দৃঢ়তায় সেশনটা ভালোভাবেই শেষ করেছে স্বাগতিকরা।

সেশন শেষে বাংলাদেশ ৩২৮-৭

সাকিবও ফিরলেন

শতকের সম্ভাবনা জাগিয়ে আরও এক বার বাংলাদেশকে হতাশা উপহার দিয়েছেন সাকিব আল হাসান। রাকিম কর্নওয়ালের হঠাৎ লাফিয়ে ওঠা বলে ব্যক্তিগত ৬৮ রানে ক্যাচ দিয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েটের হাতে। এর আগে টেস্টের প্রথম দিন সাদমান ইসলামও সেট হয়ে উইকেট হারিয়ে পায়ে ঠেলেছিলেন শতকের সম্ভাবনা। বাংলাদেশ ৩১৫-৭

সাকিবের অর্ধশতক

ওয়ারিকানের প্যাডে আসা বলটা লেগ সাইডে ঠেললেন সাকিব, পেলেন একটি রান। সঙ্গে সঙ্গে ক্যারিয়ারের ২৫তম টেস্ট অর্ধশতকের দেখাও পেয়ে গেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাংলাদেশ ২৬৮-৬

শুরুতেই ফিরলেন লিটন

জোমেল ওয়ারিকান ত্রাস ছড়িয়েছেন আগের দিনও। দ্বিতীয় দিনের শুরুতেও আঘাত তারই। অফস্ট্যাম্পে আসতে থাকা বল জায়গা বানিয়ে খেলতে গিয়ে ব্যর্থ হয়েছেন লিটন, বলটা গিয়ে আঘাত হেনেছে তার অফস্ট্যাম্পেই। ব্যক্তিগত ৩৮ রানে ফিরেছেন লিটন। বাংলাদেশ ২৪৮-৬

সাকিব লিটনে নতুন শুরু বাংলাদেশের

আগের দিনটা ভালো মন্দের মিশেলে কেটেছে স্বাগতিক বাংলাদেশের। ওপেনার সাদমান দারুণ শুরুর পরও শতকের দেখা পাননি। বড় ইনিংস খেলতে পারেননি শান্ত, মুশফিকরাও। সব শেষে সাকিব আর লিটনের জুটি আশা দেখাচ্ছে বাংলাদেশে। এই দুই ব্যাটসম্যানেই দ্বিতীয় দিনে নতুন শুরুর আশায় মাঠে নামছে স্বাগতিকরা।