দক্ষিণী সিনেমায় বেশ জনপ্রিয় নায়ক আল্লু অর্জুন। সম্প্রতি তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে, পুষ্পা দ্য রেইস নামে। যেখানে সিনেমার প্রধান চরিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন আল্লু অর্জুন। সিনেমটি ইতোমধ্যে ‘ব্লকবাস্টার’ তকমা পেয়েছে। এই সিনেমায় বেশ সাহসী চরিত্রে দেখা গেছে পুষ্পাকে। যিনি প্রায় ৩ ঘণ্টাব্যাপি সিনেমায় পুষ্পা চ্যালেঞ্জ নিতেই পছন্দ করেছেন।

সেই সিনেমাটি বেশ মনে ধরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট সানরাইর্জাসের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর। বিপিএলে উইকেট পাওয়ার পর পুষ্পার মতো আইকনিক একটি ‘সিগনেচার’ উদযাপন করতে দেখা যাচ্ছে অপুকে। আজ (মঙ্গলবার) মিনিস্টার ঢাকার বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান অপু। ম্যাচ শেষে জানিয়েছেন নিজের পুষ্পা হয়ে উঠের কারণ।

এক ভিডিও বার্তায় অপু বলছিলেন, ‘আসলে পুষ্পা মুভিটা দেখেছিলাম। ওটাতে নায়ক পুষ্পা (আল্লু অর্জুন) সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। খুব ভালো লেগেছে এই জিনিসটা। এজন্য আমিও চিন্তা করলাম- হ্যাঁ, চ্যালেঞ্জ নেওয়া উচিৎ।’

ম্যাচে ৭ উইকেটে জিতেছে অপুর দল সিলেট। এটি এবারের বিপিএলে তাদের প্রথম সে জয়ে বড় ভূমিকা অপুর। বল হাতে একে একে ফিরিয়েছেন নাঈম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ, আন্দ্রে রাসেল এবং শুভাগত হোমকে। এতে ম্যাচ সেরার পুরষ্কার উঠেছে অপুর হাতে।

অপু বলছিলেন, ‘আল্লাহ এত বড় সম্মান দান করেছেন, শুকরিয়া আদায় করছি। এবারের এনসিএলেও আমি সর্বোচ্চ (তৃতীয়) উইকেটশিকারি ছিলাম। সেখান থেকেই ভালো কনফিডেন্স ছিল। প্রথম ম্যাচ থেকেই স্টাম্প টু স্টাম্প বল করার চেষ্টা করছি। উইকেটে অনেক সহায়তা ছিল। অধিনায়কও বলে দিচ্ছিল কি কি করা উচিৎ। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে।’

টিআইএস/এটি