ইনিংস শেষে বাংলাদেশ সাজঘরের পথে... । ছবি : বিসিবি/রতন গোমেজ

টেস্ট আঙিনায় প্রত্যাবর্তনের মঞ্চ চট্টগ্রামে তৃতীয় দিনের শুরুতেই সফরকারী উইন্ডিজকে চাপে ফেলেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্টটির লাইভ আপডেট দিচ্ছে ঢাকা পোস্ট 

বড় লিডের পথে বাংলাদেশ..

প্রথম ইনিংসে পাওয়া গিয়েছিল বড় লিড। কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপর্যয়। তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে দিশেহারা বাংলাদেশ। তবে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল ও মুশফিকের ব্যাটে লিড বাড়াচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনশেষে মুমিনুল হক ৫০ বলে ৩১ ও মুশফিক ২৩ বলে ১০ রানে অপরাজিত আছেন। স্কোরকার্ডে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে যোগ করেছে ৪৭ রান।  লিড পেয়েছে ২১৮ রানের।

দুইশ ছাড়ানো লিড বাংলাদেশের

প্রথম ইনিংসে পাওয়া গিয়েছিল ১৭১ রানের লিড। কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপর্যয়। রাকিম কর্ণওয়েলের এক ওভারেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল। দুজনেই ফেরেন শূন্য রানে। এরপর আর অবশ্য বিপদ হয়নি। এরপর অবশ্য দিনটা ভালোভাবেই পার করছেন অধিনায়ক মুমিনুল হক ও সাদমান ইসলাম। ৩৫ বলে ২৭ রান করে মুমিনুল ও ৩৮ বলে ২ রান করে অপরাজিত আছেন সাদমান। বাংলাদেশের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৩০ রান। লিড ২০১ রানের।

রিভিউ অপচয়, শূন্যতেই ফিরলেন তামিম, আউট শান্ত

আগের ইনিংসে ফিরেছিলেন ৯ রান করে। এবার শূন্যতেই। মাঝে তামিম ইকবাল অপচয় করেছেন রিভিউ। পুরো ম্যাচেই রিভিউয়ের সদ্বব্যহার করতে পারেনি বাংলাদেশ। সেই ধারা ধরে রেখে তামিম ফিরেছেন ৪ বলে কোনো রান না করে।  তার পথে হেঁটেছেন নাজমুল হাসান শান্তও। তিনিও ফিরেছেন ডাক মেরে, কর্নওয়েলের বলেই। ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ এক রান। লিড ১৭২।

মিরাজ ম্যাজিকে অলআউট উইন্ডিজ

শুরুতে ব্র্যাথওয়েট আর পরে জশুয়া ডি সিলভা ও জার্মেইন ব্ল্যাকউড। ভয় ধরিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। শেষ পর্যন্ত আর বাংলাদেশের ৪২০ রানের পাহাড় ছুঁতে পারেনি। ইনিংসের শেষদিকে এসে স্পিন ধরেছে, ক্যারিবীয়ান ব্যাটসম্যানরাও তাতে কাবু হয়েছেন। তাদের অলআউট করা গেছে ২৫৯ রানে। বাংলাদেশ পেয়েছে ১৭১ রানের বড় লিড। সেঞ্চুরির পর চার উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাইজুল, নাঈম, মুস্তাফিজ তিনজনই পেয়েছেন দুই উইকেট করে।  

জুটি ভেঙে ম্যাচে বাংলাদেশ

ক্রিজে জমে গিয়েছিলেন জশুয়া ডি সিলভা ও জার্মেইন ব্ল্যাকউড। বাংলাদেশের বাড়াচ্ছিলেন দুশ্চিন্তা। চা বিরতির আগে চার বলের মধ্যে দুইজনকে আউট করে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। উইন্ডিজদের দলীয় ২৫৩ রানে জশুয়া ডি সিলভাকে নাঈম হাসান আউট করে ভাঙেন ৯৯ রানের জুটি। পরের ওভারে এস প্রথম বলেই ব্ল্যাকউডকে ফেরান মেহেদি হাসান মিরাজ। ব্ল্যাকউড ১৪৬ বলে ৬৮ ও ১৪১ বলে ৪৩ রান করে সাজঘরে ফিরেছে জশুয়া।

মধ্যাহ্ন বিরতিতে উইন্ডিজ ১৮৯-৫

১৫০ না পেরোতে ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। এরপর প্রতিরোধের দেয়াল তুলে দাঁড়িয়েছেন জার্মেইন ব্ল্যাকউড আর জশুয়া দা সিলভা। দু’জনের অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি মধ্যাহ্ন বিরতির আগে কিছুটা অস্বস্তিতেই রেখেছে বাংলাদেশকে। উইন্ডিজ ১৮৯-৫

বিপজ্জনক মেয়ার্সকে ফেরালেন মিরাজ

আগের দিন দলের নায়ক হয়েছিলেন ব্যাটিং নৈপুণ্য দিয়ে। এবার মিরাজ হাতেও সফল। উইকেটের প্রকৃতি বুঝে দ্রুত রান তুলে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠতে থাকা কাইল মেয়ার্সকে ফিরিয়েছেন ৪০ রানে। মিরাজের পিচড আপ ডেলিভারিটাকে সামনে এসে ঠেকাবেন নাকি ব্যাকফুটে খেলবেন এ নিয়ে দ্বিধান্বিত ছিলেন মেয়ার্স। দুয়ের মাঝামাঝিতে থাকতেই বলটা আঘাত হানে তার প্যাডে। মিডল-লেগে থাকায় বাংলাদেশের এলবিডব্লিউর আবেদনেও আম্পায়ার সাড়া দিয়েছেন সঙ্গে সঙ্গেই। উইন্ডিজ ১৫৪-৫

উইন্ডিজের প্রতিরোধ ভাঙলেন নাঈম

কাইল মেয়ার্সকে সঙ্গে নিয়ে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট দারুণ প্রতিরোধই গড়ে তুলেছিলেন। দারুণ প্রতি-আক্রমণে চতুর্থ উইকেট জুটিতে তুলে নিয়েছিলেন ৫৫ রান। এরপরই যেন নাঈমের বলে মনোযোগ হারাল তার। স্বাগতিক এই অফস্পিনারের অফ স্ট্যাম্পের বাইরে থেকে ভেতরে ঢুকতে থাকা বলটা কী ভেবে যেন ‘লিভ’ করেছিলেন উইন্ডিজ অধিনায়ক। তাকে বোকা বানিয়ে শেষমেশ বলটা আঘাত হানে অফস্ট্যাম্পের চূড়ায়। সফরকারীরা হারায় চতুর্থ উইকেট। উইন্ডিজ ১৩০-৪

শুরুতেই তাইজুলের আঘাত

তৃতীয় দিনের শুরুতেই সফরকারী শিবিরে আঘাত হানলেন তাইজুল ইসলাম। অফস্ট্যাম্পে করা তার বলটি হালকা টার্ন পায়। এনক্রুমাহ বোনারের ব্যাটের কোনা ছুঁয়ে তালুবন্দি হয় প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে। উইন্ডিজ ৭৫-৩

সাকিবকে ছাড়াই মাঠে বাংলাদেশ

কুঁচকির চোট ভালোই ভোগাচ্ছে সাকিবকে। যে কারণে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষ দিকে ফিল্ডিংয়ে ছিলেন না তিনি। নেই তৃতীয় দিনের শুরুতেও। তাকে ছাড়াই ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।

এনইউ//এটি