ছবি : সংগৃহীত

তায়কোয়ান্দোকা কামরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে রহস্যের জট তৈরি হয়েছে। দু’দিনের ছুটি নিয়ে কামরুল নিজ বাড়ি চট্টগ্রাম না গিয়ে মোহাম্মদপুর বসিলায় প্রতিভার বাসায় ছিলেন তিনি। প্রতিভা একজন নারী তায়কোন্দাকা ও বর্তমানে ইন্সট্রাকটর। প্রতিভা তায়কোয়ান্দো খেলেছেন কয়েক বছর। বর্তমানে ফেডারেশনের ইন্সট্রাকটর হিসেবে কাজ করছেন। পাশাপাশি সরকারি চাকরির চেষ্টা করছেন।
 
প্রতিভার সঙ্গে কামরুলের ভালো সম্পর্ক। তায়কোয়ান্দো অঙ্গনে তাদের মধ্যে বিশেষ সম্পর্ক চোখে পড়েনি কারো। দু’দিনের ছুটি নিয়ে কামরুল কেন প্রতিভার বাসায় এই প্রশ্ন ফেডারেশন সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বলেন, ‘আমাদের কাছ থেকে দুই দিন ছুটি নিয়ে সে ওর বাসায় কেন গেল আবার প্রতিভা কেন ওকে রাখল সেটা আমাদের প্রশ্ন।’

বৃহস্পতিবার রাতে সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয়েছিল প্রতিভার। কি ছিল কথোপকথন? ঢাকা পোস্টকে সাধারণ সম্পাদক বলেন, ‘প্রতিভা আমাকে রাতে হঠাৎ বলেছিল একটি অ্যাম্বুলেন্স পাঠাতে। তখনও বলেনি কামরুল ওর বাসায় বা কোনো সমস্যা হয়েছে।’
 
কামরুল ও প্রতিভার সম্পর্ক এবং চারিত্রিক বিষয় সম্পর্কে সাধারণ সম্পাদকের পর্যবেক্ষণ, ‘বয়সে প্রতিভা বড়। কামরুল ওর চেয়ে কয়েক বছরের ছোট। ওদের সম্পর্কটা ছোট ভাই-বড় বোনের মতো। ভালো ও স্বাভাবিক সম্পর্ক। বিশেষ কিছু চোখে পড়েনি আমাদের। প্রতিভা শিক্ষিত মেয়ে। নাটোরে বাড়ি, ওর পরিবারও ভদ্র মার্জিত। কামরুল মাঝেমধ্যে এই রকম ছুটি নিতো। আবার নির্দিষ্ট সময়ে ছুটি শেষ করে ফিরত।’

প্রতিভা ফেডারেশন থেকে মাসে ১২ হাজার টাকা সম্মানী পান ইন্সট্রাকটর হিসেবে। কামরুলের মৃত্যু নিয়ে প্রতিভাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা এই প্রসঙ্গে সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, ‘প্রতিভা এখন পুলিশের জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছে। আমরা সভাপতির সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করব।’

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর বসিলায় প্রতিভার বাসায় ওড়না পেঁচানো অবস্থায় ছিলেন তায়কোয়ান্দোকা কামরুল। হাসপাতালে নেওয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কামরুলের অনেক পদক রয়েছে।

এজেড/এমএইচ