ফাহিমের লড়াইয়েও রান বড় করতে পারেনি পাকিস্তান
ছবি : ইএসপিএন ক্রিকইনফো
উইকেটে এসেছিলেন সপ্তম ব্যাটসম্যান হিসেবে। বনেছেন ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকও। তবুও ফাহিম আশরাফের নিশ্চয়ই আক্ষেপ থেকে যাবে। অন্য প্রান্তের সব সতীর্থরা আউট হয়ে যাওয়াতেই তো বড় করা হলো না নিজের ইনিংস, তার লড়াইয়ের পরও বড় হয়নি দলের রানও।
রাউলপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে পাকিস্তান। প্রথম দিন বৃষ্টির বাধায় খেলা হয় ৫৮ ওভার। যেখান থেকে তিন উইকেট হারিয়ে ১৪৫ রান করে দিনশেষ করে স্বাগতিকরা। অধিনায়ক বাবর আজম ৭৭ ও ফাওয়াদ আলম ৪২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন।
বিজ্ঞাপন
কিন্তু দ্বিতীয় দিনের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন বাবর। এনরিক নরকিয়ার বলে আউট হওয়ার আগে ১২ চারে ১২৭ বলে করেন ৭৭ রান। বেশিক্ষণ টেকেননি ফাওয়াদও। রান আউট হওয়ার আগে ১৫৫ বলে ৪৫ রান করেন তিনি।
এই দুইজনের বিদায়ের পর শুরু হয় আসা যাওয়ার মিছিল। এক প্রান্ত আগলে রাখেন ফাহিম আশরাফ। ১২ চারে ১৬০ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি। তবুও ২৭২ রানে অলআউট হয় পাকিস্তান। এনরিক নরগিয়া ২৪ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ৫৬ রানে নেন পাঁচ উইকেট।
বিজ্ঞাপন
পাকিস্তানকে জবাব দিতে নেমে খুব একটা স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকাও। ২৮ ওভার ব্যাট করে ১০৬ রান করতেই হারিয়েছে চার উইকেট। অধিনায়ক কুইন্টন ডি কক ১১ বলে ২৪ ও টেম্বা বাভুমা ৪৫ বলে ১৫ রান করে অপরাজিত আছেন।
এমএইচ