তখন মিরপুর স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়ছে সিলেট সানরাইজার্স। সিলেট দলটির ‘আইকন’ ক্রিকেটার তাসকিন আহমেদ। তথচ দল যখন বাইশ গজে লড়ছে, তখন পাশেই অ্যাকাডেমি মাঠে একা লড়াই করছেন এই ডানহাতি পেসার। স্কিল অনুশীলনে তার এই লড়াই চোট কাটিয়ে ফেরার, আসন্ন আফগানিস্তান সিরিজের দলে নিজের জায়গা করে নেওয়ার। একই সময়ে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম, যে নিলামে নাম উঠবে তাসকিনের।

আইপিএলের মেগা নিলাম বসেছে ভারতের ব্যাঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায়। আজ (শনিবার) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয়েছে এই নিলাম পর্ব। দুদিনের এই মেগা নিলামে নাম আছে বাংলাদেশের পাঁচজন ক্রিকেটারের। যাদের একজন তাসকিন। নিলামে নাম দিলেও দল পাওয়ার প্রত্যাশা নেই তার। মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তেমনটিই জানালেন তাসকিন।

শনিবার দুপুরে তাসকিন বলছিলেন, ‘আমার দল পাওয়া নিয়ে এখনো তেমন কোনো প্রত্যাশা নেই। কারণ আমাদের অনেক খেলা আছে। যেহেতু টেস্ট খেলব তাই আমাকে পাওয়ার ব্যাপারও আছে। দল পেলে তো ভালো লাগতোই। যেহেতু টেস্ট খেলা আছে তাই দল পাওয়ার সুযোগ কম থাকবে।’

তাসকিনের এমন প্রত্যাশা কারণ জাতীয় দলের ব্যস্ততা। এবারের আইপিলের যখন চলবে, সেসময় দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল। ধারণা করা হচ্ছে মূলত এজন্যই এবার নিলাম থেকে দল পাননি সাকিব। যদিও সাকিব আইপিএল কর্তৃপক্ষকে জানিয়েছেন, কখন আইপিএলের থাকবেন আর কখন থাকবেন না তিনি।

আইপিএলে সাকিবের দল না পাওয়া অবাক করেছে তাসকিনকে। তবে এখনো তাসকিনের বিশ্বাস সাকিব-মুস্তাফিজ দুজনেই দল পাবেন, ‘সাকিব ভাই ও মুস্তাফিজ আশা করছি দল পাবেন। যদি দল নাও পেয়ে থাকে, তবু তাঁরা সবসময় বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’

এবার নিলামে বাংলাদেশের যে পাঁচ ক্রিকেটার নিলামে নাম দিয়েছেন তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও লিটন দাস।

টিআইএস/এনইউ