উইল পুকোভস্কি ও কনকাশনের মধ্যে যেন বন্ধুত্বই সৃষ্টি হয়েছে। যতবারই নিজেকে জানান দিতে চেষ্টা করছেন অস্ট্রেলিয়ান ব্যাটার, ততবারই মাঠ ছাড়তে হচ্ছে মাথায় বলের আঘাত লেগে। সংখ্যাটা কত জানেন? মোট ১১ বার কনকাশন সাব হতে হয়েছে পুকোভস্কিকে।

সর্বশেষবার তিনি কনকাশন হয়েছেন শনিবার ভিক্টোরিয়ার হয়ে খেলতে নেমে। শেফিল্ড শিল্ডের ম্যাচে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মাথায় আঘাত পান তিনি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ফিফটি করলেও তাই নামতে পারেননি দ্বিতীয়টিতে।

তার বদলে কনকাশন সাব হয়েছেন ট্রেভিস ডিন। ২০২১ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে ৬২ রানের ইনিংস খেলার পর এবারই প্রথম মাঠে নেমেছিলেন তিনি। এতদিন কাঁধের ইনজুরিতে খেলতে পারেননি তিনি।

ক্রিকেট ভিক্টোরিয়া জানিয়েছে, ‘পুকোভস্কির মধ্যে আজকে সকালে ফিল্ডিং করার সময় কনকাশনের নমুনা পেয়েছেন মেডিকেল স্টাফের সদস্যরা। তিনি এখন মেডিকেল দলের তত্ত্বাবধানে আছেন।’

অস্ট্রেলিয়ান রুলস ফুটবল খেলতে গিয়ে কিশোর বয়সে প্রথম মাথায় আঘাত পান পুকোভস্কি। এরপর থেকে এটা যেন তার পিছু ছাড়ছে না। অস্ট্রেলিয়ার অন্যতম সম্ভাবনাময় তরুণ হিসেবে ভাবা হয় ২৪ বছর বয়সী তারকাকে। প্রথম শ্রেণির ক্রিকেট ৫৩.৪২ গড়ে ইতোমধ্যেই করেছেন ছয় সেঞ্চুরি।

এমএইচ/এটি