বাংলাদেশে এসে করোনায় আক্রান্ত সিডন্স
বাংলাদেশে এসেছেন এক সপ্তাহের কিছু বেশি সময় হয়েছে। এসেই সাবেক কোচ জেমি সিডন্স বেশ ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। তবে এবার তার ব্যস্ত সময়ে বাধ সাধলো করোনাভাইরাস। করোনায় আক্রান্ত হয়েছেন টাইগারদের ব্যাটিং কোচ।
বিষয়টি এখনো আনুষ্ঠানিক নয়। তবে বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে বিষয়টি। সেই সূত্রের ভাষ্যমতে, করোনার উপসর্গ ছিল অজি সাবেক এই ক্রিকেটারের। যার ফলে তিনি শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি আছে কি-না তা পরীক্ষা করান। যার ফল পজিটিভ এসেছে কিছুক্ষণ আগে। নিয়ম মেনে এখন তিনি আইসোলেশনে থাকবেন অন্তত পরবর্তী পরীক্ষার আগ পর্যন্ত।
বিজ্ঞাপন
বাংলাদেশে পা রাখার দশ দিনের মাথায় করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। গেল ২ ফেব্রুয়ারি বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন তিনি। এর পরের দিনই সিডন্সকে দেখা যায় চিরচেনা মিরপুরের হোম অফ ক্রিকেটে।
তার যাত্রা শুধু শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামেই সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশের সাবেক প্রধান কোচ এরপর বিপিএলের খেলা দেখতে ছুটে গিয়েছিলেন সিলেটে। সেখানে সিলেট পর্ব দেখেছেন খুব কাছ থেকে। এমনকি ঢাকা পর্বে গতকালও মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ছিল তার উপস্থিতি। এরপরই আজ জানা গেল, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। সিডন্সের অধীনে বাংলাদেশ দল ১৯ টেস্টের মধ্যে ২টি জিতেছে, হেরেছে ১৬টি।
ওয়ানডেতে ৮৪ ম্যাচে ৩১ জয়ের বিপরীতে পরাজয় ছিল ৫৩ ম্যাচে। টি-টোয়েন্টি ফরম্যাটের ৮ ম্যাচে সবগুলোই হেরেছিল বাংলাদেশ। তবে সিডন্সের সবচেয়ে বড় অবদান ছিল আজকের এই পঞ্চপাণ্ডব তৈরিতে ভূমিকা রাখা। তার আমলে টাইগার ব্যাটসম্যানদের উন্নতি ছিল চোখে পড়ার মতো। এখনও সাকিব-তামিমরা তাদের পারফর্মেন্সের কৃতিত্ব সিডন্সকেই দিয়ে থাকেন।
এনইউ