এক বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। বছরজুড়ে ক্রীড়া বিভাগ চেষ্টা করেছে সব খেলার সর্বশেষ খবর পাঠকদের জানাতে। সাক্ষাৎকার, বিশ্লেষণে ও আলোর বাইরে থাকা বিষয়টিকেও তুলে আনার চেষ্টা চলেছে। বছরজুড়ে ঢাকা পোস্টকে নজরে রেখেছেন ক্রীড়াবিদরাও। অনলাইন পোর্টালটির বর্ষপূর্তীতে নিজেদের ভাবনার কথা ও ‍শুভেচ্ছা জানিয়েছেন তারা...

ঢাকা পোস্ট যাত্রার শুরু থেকেই দেশের সকল খেলাকে সমান গুরুত্ব দিয়ে আসছে। একজন ক্রীড়াবিদ হিসেবে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমাদের ভারত্তোলন নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশ করেছে ঢাকা পোস্ট। রিপোর্টের পাশাপাশি ভারত্তোলক ও সংগঠকদের নিয়ে সুন্দর ভিন্নধর্মী ফিচারও প্রশংসার দাবিদার। যা ভারত্তোলনের প্রচার ও প্রসারে ভূমিকা রেখেছে। 

খেলোয়াড়দের কঠিন সময়েও ঢাকা পোস্ট পাশে থেকেছে। করোনাকালীন সময় ছাড়াও খেলেয়াড়দের দাবি দাওয়ার ক্ষেত্রে ঢাকা পোস্ট অল্প দিনেই একটি অবস্থান করতে সক্ষম হয়েছে।
 
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তির আওতায় আমি সামনে ফ্রান্সে উচ্চতর প্রশিক্ষণে যাব। দেশবাসীর কাছে দোয়া চাই যেন উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আরো বেশি পদক এনে দিতে পারি। ঢাকা পোস্ট ক্রীড়াঙ্গন ও ভারত্তোলনের অগ্রযাত্রায় আরো ভূমিকা রাখুক সেই প্রত্যাশা ও শুভকামনা রইল। 

মাবিয়া আক্তার সীমান্ত, ভারোত্তোলক
 
ভলিবলে প্রচার-প্রচারণা কিছুটা কম। নতুন মিডিয়া হিসেবে ঢাকা পোস্টে ভলিবল নিয়ে যথেষ্ট ভালো প্রতিবেদন করার চেষ্টা ছিল। ঢাকা পোস্ট এক বছরে ক্রীড়াঙ্গনের অনেক বস্তুনিষ্ঠ বিষয় তুলে ধরেছে। আশা করি সামনে এগুলো আরো তুলে ধরবে। 
খেলার বাইরেও সম্পর্কিত নানা বিষয় নিয়ে ঢাকা পোস্ট প্রতিবেদন করে। শিক্ষা, সংস্কৃতির এই বিষয়গুলোও দারুণ আকর্ষণীয়। 

সাঈদ আল জাবির, ভলিবল খেলোয়াড়

ঢাকা পোস্ট শুরু থেকেই আরচ্যারিকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছিল। প্রথম বছরের শেষ মুহূর্তে আরচ্যারির সংকটকালীন সময় ঢাকা পোস্ট আমাদের পাশেই ছিল। আমরা সম্প্রতি অনুশীলন নিয়ে সমস্যায় ছিলাম। ফুটবলের ম্যাচের জন্য আমাদের অনুশীলন ব্যাঘাত ঘটছিল। ঢাকা পোস্ট গঠনমূলক প্রতিবেদনের মাধ্যমে আমাদের গুরুত্ব ও প্রয়োজনীয় সঠিকভাবে উপস্থাপন করেছে। 

অন্য খেলার মতো আরচ্যারিরও এখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত সূচি রয়েছে। ঢাকা পোস্ট জাতীয় প্রতিযোগিতার মতো আন্তর্জাতিক প্রতিযোগিতাও দারুণভাবে কাভার করে। আরচ্যারির বিভিন্ন ফলাফল, বিশ্লেষণ সব কিছুই ঢাকা পোস্ট গত এক বছর করেছে। অলিম্পিকে যাওয়া আরচ্যারির সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় ঢাকা পোস্ট আমাদের সঙ্গেই ছিল। আশা করি তারা এই এক বছরের মতো আগামীতেও ভালো কিছু করবে। 

রোমান সানা, আরচ্যার

ঢাকা পোস্টের এক বছর পূর্তিতে শুভেচ্ছা। ঢাকা পোস্ট এই এক বছরের ক্রীড়াঙ্গনের অনেক ব্যতিক্রম কাজ ও সুন্দর রিপোর্ট করেছে। তবে ব্যক্তিগতভাবে ঢাকা পোস্টকে আমার বেশি ভালো লেগেছে উদীয়মান ক্রীড়াবিদদের ওপর বেশি গুরুত্ব দেওয়ায়। 

ঢাকা পোস্টের ক্রীড়া বিভাগ লিঙ্গগত সমতার বিষয়টিও সব সময় খেয়াল রেখেছে। পুরুষদের পাশাপাশি নারী ক্রীড়াবিদ সাফল্য, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ নিয়ে ভালো প্রতিবেদন করেছে। 

এক বছরের পরিক্রমায় ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আশা করি সামনের দিনগুলোতে এর ধারাবাহিকতা থাকবে। 

দিয়া সিদ্দিকী, আরচ্যার

ঢাকা পোস্টের এক বছর পূর্তিতে আন্তরিক শুভেচ্ছা। গত এক বছরে ঢাকা পোস্ট অনেক সুন্দর রিপোর্ট করেছে। বিশেষ করে শ্যুটার হিসেবে অলিম্পিক স্বর্ণজয়ী অভিনব বিন্দ্রার এক্সক্লুসিভ ইন্টারভিউটা দারুণ লেগেছে। শ্যুটিং ছাড়াও এ রকম বিশ্বমানের আরও কয়েকজন ক্রীড়াবিদের সাক্ষাৎকার নিয়েছে ঢাকা পোস্ট। তাদের সাক্ষাৎকারের মাধ্যমে আমাদের ও আমাদের অনুজদের জন্য অনেক শিক্ষণীয়। আশা করি ঢাকা পোস্ট তাদের এই ব্যতিক্রমী এই ধারা আগামীতেও বজায় রাখবে। ক্রীড়াঙ্গনের সকল খবর ও সুন্দর প্রতিবেদন পড়তে ঢাকা পোস্টের সঙ্গেই থাকতে পারেন। 

আব্দুল্লাহ হেল বাকী, শ্যুটার

ঢাকা পোস্টের এক বছর পূর্তিতে আন্তরিক শুভেচ্ছা। গত এক বছরে ঢাকা পোস্ট অনেক সুন্দর রিপোর্ট করেছে। একজন দাবাড়ু হিসেবে বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু বিশ্বনাথ আনন্দের সাক্ষাৎকারটি আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে। ঢাকা পোস্টের এ রকম উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আন্তর্জাতিক ক্রীড়াবিদ ছাড়াও জাতীয় ক্রীড়াবিদদের নিয়েও ঢাকা পোস্ট অত্যন্ত সুগভীরতামূলক সাক্ষাৎকার প্রকাশ করে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
 
সাক্ষাৎকার ছাড়াও ঢাকা পোস্ট বিভিন্ন খেলার সমস্যা, সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদনও করে। আশা করি ঢাকা পোস্ট আগামী দিনগুলোতেও এই ধারা বজায় রাখবে।

নিয়াজ মোর্শেদ, দাবাড়ু

পিছিয়ে পড়া ও অজনপ্রিয় খেলাগুলো নিয়েও ঢাকা পোস্ট সুন্দর প্রতিবেদন করেছে। বিশেষ করে আমাদের ব্রিজ নিয়ে সাম্প্রতিক সময়ে ঢাকা পোস্ট কয়েকটি অসাধারণ প্রতিবেদন করেছে। যা ব্রিজ সম্পর্কে প্রচলিত ধারণার পরিবর্তে স্বচ্ছ ধারণা প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহায্য করবে।

অন্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের চেয়ে আমাদের গল্প অনেকটা ভিন্ন। সেটাও ঢাকা পোস্ট দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এক বছরের অতি অল্প সময়ের মধ্যে ঢাকা পোস্ট ক্রীড়াঙ্গনে দারুণ জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়েছে। আশা করি সামনের দিনগুলোতে বস্তুনিষ্ঠতার সঙ্গে অনুসন্ধানী প্রতিবেদন অব্যাহত রেখে ঢাকা পোস্ট ক্রীড়াঙ্গনকে আরো নতুনত্ব উপহার দেবে।

পথচলার এক বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পা দিতে চলেছে ঢাকা পোস্ট। এজন্য ঢাকা পোস্টকে আন্তরিক শুভেচ্ছা। ঢাকা পোস্ট বাংলাদেশ নারী ক্রিকেট এবং ক্রিকেটারদের সুসময়ে এবং দুঃসময়ে যেভাবে পাশে ছিল, আশা করি আগামী দিনগুলোতেও সাফল্য ধরে রেখে সেভাবেই পাশে থাকবে।

শাহ জিয়াউল হক, ব্রিজ

ঢাকা পোস্ট এবং ঢাকা পোস্টের পাঠকদের জন্য শুভকামনা।

আপনারা জানেন, প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে এখন আমরা নিউজিল্যান্ডে আছি। কিছুদিন পরেই আমাদের বিশ্বকাপ শুরু হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।

নিগার সুলতানা জৌতি, অধিনায়ক, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল

প্রথম বর্ষ পেরিয়ে দ্বিতীয় বর্ষে পা দিলো ঢাকা পোস্ট। শুভেচ্ছা, শুভ জন্মদিন। শেষ এক বছরে আপনারা যেভাবে বাংলাদেশ ক্রিকেটের পজিটিভ দিকগুলো তুলে ধরেছেন, যদিও আমি ক্রিকেটার, তবুও আমি সকল খেলাধুলার কথাই বলবো, সামনের দিনগুলোতেো এভাবেই ইতিবাচক দিকগুলো তুলে ধরবেন। শুভকামনা রইলো ঢাকা পোস্টকে, তাদের পাঠকদের জন্য এবং যারা এর সঙ্গে কাজ করছেন সবাইকে। শুভ জন্মদিন ঢাকা পোস্ট। আগামীর দিনগুলো ভালো কাটবে এটাই আশা করছি।

মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট দল

এজেড/টিআইএস/এমএইচ