১১জনের এই সংক্ষিপ্ত তালিকায় আছে দ্রুততম মানব ইমরানুর রহমানের নাম/ফাইল ছবি

চলমান ২০২২ সালে তিনটি বড় গেমস রয়েছে। কমনওয়েলথ, এশিয়ান ও ইসলামিক সলিডারিটি-তিনটি গেমসের অ্যাথলেটিকসে অংশ নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে ১১ জন অ্যাথলেটকে নিয়ে ক্যাম্প শুরু হবে।

নির্বাচিত ১১ অ্যাথলেট হলেন-১০০ মিটার স্প্রিন্টে দেশের প্রবাসী দ্রুততম মানব ইমরানুর রহমান, রাকিবুল হাসান, সাবেক দ্রুততম মানব মো. ইসমাইল, দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান ও সাবেক দ্রুততম মানবী শিরিন আক্তার, হাইজাম্পে মাহফুজুর রহমান, স্বপন বিশ্বাস, উম্মে হাফসা রুমকি ও রিতু আক্তার, লংজাম্পে আশরাফুল ইসলাম এবং ৩০০০ মিটার দৌঁড়ে রিংকি বিশ্বাস। ক্যাম্পের পর এখান থেকে নির্বাচিত ৫ জন যাবেন কমনওয়েলথ গেমসে।

চীনের হ্যাংঝুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এ জন্য উপরের ১১ জনের মধ্য থেকে চারজনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এরা হলেন-  ১০০ মিটারে ইমরানুর রহমান এবং হাইজাম্পে মাহফুজুর রহমান, উম্মে হাফসা রুমকি ও রিতু আক্তার। তবে ক্যাম্প শেষে দু’জনকে নির্বাচিত করে পাঠানো হবে হ্যাংঝুতে। এছাড়া তুরস্কের কোনিয়াতে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসের জন্যও এই ১১ জন থেকে মনোনীত করে পাঠানো হবে দুইজনকে। 

এই বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, ‘আমাদের অ্যাথলেট নির্বাচন শেষ হয়েছে। এখন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ক্যাম্প শুরু করতে বললেই আমরা অ্যাথলেটদের নিয়ে ক্যাম্প শুরু করবো। তিনটি গেমসেই আমরা অংশ নেবো।’ 

এই ১১ জনের পাশাপাশি আরো পাঁচ জনকে ক্যাম্পে রাখতে চায় অ্যাথলেটিক্স ফেডারেশন, ‘১১ জনের সঙ্গে আমরা আরো পাঁচ জনের নাম অলিম্পিকে দিয়েছি। এতে সাফের প্রস্তুতি শুরু করা যাবে।’ 

এজেড/এনইউ