আপনি তাহলে মিরাজকে পাঁচে চান?
ওপেনিংয়ে নেমে লিটন দাস ফিরেছেন ১ রানে। অভিষেক হওয়া ইয়াসির আলি রাব্বী পাঁচ নম্বরে খেলে রানের খাতা খুলতে পারেননি। আফিফ হোসেন সাতে ব্যাট করতে নেমে ক্যারিয়ার সেরা ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলে খাদের কিনারা থেকে ম্যাচ জেতান। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে প্রশ্ন ওঠে তাদের ব্যাটিং পজিশন নিয়ে। হেড কোচ রাসেল ডমিঙ্গো সাফ জানিয়ে দিলেন, পজিশন বদলানোর ভাবনা নেই তাদের।
টেস্টে লিটন দাস ক্যারিয়ার সেরা ফর্মে আছেন। মূলত ৬ আর ৭ নম্বরে খেলেই সফলতা দেখা পাচ্ছেন তিনি। শেষ দুই ইনিংস ৫ নম্বরে খেলে একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন। মিডল অর্ডারে ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটানো লিটনকে ওয়ানডেতেও ওপেনিং থেকে একটু নিচে নামামো যায় কিনা জানতে চাইলে, আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে ডমিঙ্গো অতীত ঘাটতে বললেন।
বিজ্ঞাপন
ডমিঙ্গোর ভাবনা, ‘না। আমরা সর্বশেষ সিরিজ কোথায় খেললাম? জিম্বাবুয়েতে। সেখানে সে ১৩০ রান করেছিল। কয় ম্যাচ হল? ২-৩ ম্যাচ! হ্যাঁ ঠিক তাই! আপনার কাছেই উত্তর আছে!’
এদিকে আফগানিস্তানের বিপক্ষে ২১৬ রানের লক্ষ্য টপকাতে নেমে ৪৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ দল। ৭ নম্বরে ব্যাট হাতে নেমে দলের হাল ধরেন আফিফ। নিজের ওয়ানডের ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়ে খেলেন ক্যারিয়ার সেরা অপরাজিত ৯৩ রানের ইনিংস। এই ফরম্যাটে নিজের অভিষেক ম্যাচেই কেমল চার নম্বরে খেলেছেন এই বাঁহাতি। বাকি ৭ ইনিংসে সাত আর আটেই জায়গা হয়েছে। আফিফ যেহেতু লম্বা ইনিংস খেলতে পারেন, তাকে ওপরে খেলানোর ভাবনা আছে কি দলের?
বিজ্ঞাপন
ডমিঙ্গো বলছিলেন,‘আমাদের টপ অর্ডারে একজন উইকেটরক্ষক (মুশফিকুর) ও একজন ফ্রন্টলাইন স্পিনার (সাকিব) আছে। তাই আফিফের জন্য ৭ নম্বরই পারফেক্ট। সে ম্যাচ শেষ করে আসায় পারদর্শী। নতুন বলে তাকে আরও কাজ করতে হবে, এটা সেও জানে। তাই তাকে এখন ওপরে ওঠানো ঠিক হবে না। তার খেলার যে ধরন তাতে ৭ নম্বর পজিশনই এখন মানানসই। নিকট ভবিষ্যতে তাকে ওপরে খেলানো হবে না।’
ওয়ানডে দলে আগে ফিনিশারের ভূমিকায় ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০১৯ সালে তার ব্যাটেই আয়ারল্যান্ডের মাটিতে প্রথম কোনো ত্রিদেশীয় সিরিজের ট্রফি জেতে বাংলাদেশ। মোসাদ্দেকের বাজে ফর্মে ওয়ানডে দলে জায়গা হয়েছে রাব্বির। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তাকে ফিনিশারের ভূমিকায় দেখা গেছে। জাতীয় দলে রাব্বিকে সে ভূমিকায় খেলানো যায় না?
ডমিঙ্গো বলেন, ‘কোন দলের হয়ে ফিনিশারের ভূমিকায় ছিল? বিপিএলে? টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে এখানে অনেক ভিন্নতা। সে গতকাল পাঁচে ব্যাট করল। এটাও তো ফিনিশিং পজিশন। আমরা ভালো শুরু পেলে তার ভূমিকা ফিনিশিং পজিশনেই হত। আপনি তাহলে মিরাজকে পাঁচে চান? আমি তা মনে করি না। নট ফর মি।’
টিআইএস/এটি/এনইউ