হালান্ডের জন্য গোপন বৈঠকে বার্সা সভাপতি
আর্লিং হালান্ডকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা, বিষয়টা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল গেল গ্রীষ্মকালীন দলবদল থেকেই। বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে চুক্তি অনুসারে আসছে গ্রীষ্মকালীন দলবদলে তার বাইআউট ক্লজ নেমে আসবে অর্ধেকে। আর্থিক সমস্যায় থাকা বার্সেলোনার জন্য তাকে দলে ভেড়ানোর পথটা সুগম হবে তাতে। সেই উদ্দেশ্যেই এবার বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা গোপন বৈঠকে বসেছেন হালান্ডের এজেন্ট মিনো রাইয়োলার সঙ্গে।
গ্রীষ্মকালীন দলবদলের আরও বাকি ৪ মাসেরও কিছু বেশি সময়। তবে হালান্ডকে দলে ভেড়ানো নিশ্চিত করতে এখনই আটঘাট বেধে নেমে পড়েছে বার্সা। ডাচ সংবাদ মাধ্যম দ্য টেলেগ্রাফের প্রতিবেদক মাইক ভেরভেই জানাচ্ছেন, মোনাকোয় হোয়ান লাপোর্তা ও বার্সার টেকনিক্যাল সেক্রেটারি জর্দি ক্রুইফের সঙ্গে একদফা আলোচনা হয়ে গেছে ‘সুপার এজেন্ট’ খ্যাত মিনো রাইয়োলার সঙ্গে, যিনি হালান্ডের এজেন্ট।
বিজ্ঞাপন
ইউরোপীয় ফুটবল দলবদলের খবরের বিশ্বস্ত উৎস ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, গত ১৬ ফেব্রুয়ারিতেই বৈঠকে বসেছিল দুই পক্ষ। আসছে গ্রীষ্মকালীন দলবদলে বরুসিয়া ডর্টমুন্ড ছাড়বেন হালান্ড, বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এখন। তাকে দলে ভেড়াতে হলে বার্সাকে গুণতে হবে ৭৫০ কোটি টাকা। তবে সেজন্যে অবশ্য রাইয়োলাকেও টাকা দিতে হবে দলকে। গুঞ্জন আছে, টাকাটা কোনোভাবেই ২০০ কোটির কম নয়। সেটা কী করে সামলানো যায়, সে পথও খুঁজে বের করতে হবে বার্সাকে।
হালান্ডকে দলে ভেড়ানোর ক্ষেত্রে অবশ্য শুধু বার্সাই আগ্রহী নয়। তাদের সঙ্গে দৌড়ে আছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডও। দলে ভেড়াতে হলে ‘যুদ্ধে’ তাদেরও হারাতে হবে বার্সাকে।
বিজ্ঞাপন
সে গোপন বৈঠকে অবশ্য শুধু হালান্ডকে নিয়েই আলোচনা হয়নি। আলোচনা হয়েছে রাইয়োলার অধীনে থাকা আরেক খেলোয়াড় নুসাইর মাজরাউইকে নিয়েও। মরোক্কান এই রাইটব্যাক বর্তমানে খেলছেন আয়াক্স আমস্টারডামে। তাকে দলে ভিড়িয়ে রক্ষণের সমস্যা সমাধানেরও চেষ্টায় আছে বার্সা।
মাজরাউই আসছে গ্রীষ্মেই ‘ফ্রি এজেন্ট’ হয়ে যাচ্ছেন। বার্সেলোনাও শেষ কয়েক মাস ধরে তাকে নজরে রেখেছে। তার বার্সায় গেলে কাতালান দলটির হালান্ডকে পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে বলে গুঞ্জন আছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে।
এনইউ/এটি