বার্সেলোনায় ওসমান দেম্বেলে থাকবেন কি না, এ নিয়ে কয়েক দফায় নাটক হয়েছে। ফরাসি তারকার প্রত্যাশা পূরণ করতে না পারার কথা জানিয়েছে ক্লাব, দেম্বেলেও বলছেন এমন হলে নতুন চুক্তি করবেন না। সব মিলিয়ে এই তারকাকে নিয়ে বিপাকেই পড়েছে বার্সেলোনা।

এখনও অবশ্য তার চুক্তির কোনো বিষয় চূড়ান্ত হয়নি। চলতি মৌসুম শেষেই তিনি চাইলে ক্লাব ছাড়তে পারবেন। তবে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স ও আনন্দে থাকা দেখে অনেকে বলছেন, দেম্বেলে বোধ হয় থেকেই যাবেন। সেক্ষেত্রে বার্সেলোনার যে কোনো আপত্তি নেই, সেটাই স্পষ্ট করেছেন ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা।

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলা লাপোর্তার বিশ্বাস, চুক্তির বিষয়ে নতুন করে ভাববেন দেম্বেলে। তিনি বলেছেন, ‘দেম্বেলে জানে আমাদের প্রস্তাবটা কী আর আমরা সবসময় চাই সে থাকুক। আমরা আশা করি মৌসুমের শেষে সে আবার নিজের সিদ্ধান্ত নিয়ে ভাববে।’

সাম্প্রতিক সময়ে বার্সেলোনার হয়ে আলো ছড়াচ্ছেন পেদ্রি গঞ্জালেস। এই ফুটবলারকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন কাতালান সমর্থকরা। বাদ যাননি লাপোর্তাও। তিনি বলেছেন, ‘সেরা না হলেও পৃথিবীর অন্যতম সেরা সে। কিন্তু সে এটাও জানে- তাকে কঠোর পরিশ্রম করতে হবে। 

বার্সেলোনার দায়িত্ব নিয়ে জাদুকাঠির মতো ক্লাবটিকে বদলে দিয়েছেন জাভি। মৌসুমের শুরুর দিকে ধুঁকতে থাকা বার্সা শেষ তিন ম্যাচে দিয়েছে ১২ গোল। এ নিয়ে লাপোর্তা বলেছেন, ‘এটাই সফলতার রাস্তা!’

ইউক্রেন যুদ্ধ নিয়ে বার্সা সভাপতি বলেন, ‘যেহেতু আমরা হৃদয়বান প্রতিষ্ঠান, অন্যকে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি নিজেদের সংহতি জানাই ইউক্রেনের যুদ্ধে ভুগতে থাকা মানুষদের প্রতি। দয়া করে যুদ্ধ বন্ধ করে শান্তিকে সুযোগ দিন।’

এমএইচ/এটি